TRENDING:

Kolkata High Court: ঠিক কত পেলে পাশ করা যাবে টেট? নম্বর নিয়ে বিরোধ দুই বিচারপতির মধ্যেই, নজিরবিহীন ঘটনা

Last Updated:

একক বেঞ্চের সেই নির্দেশ চ্যালেঞ্জ করে পরে মামলা হয় ডিভিশন বেঞ্চে। সেই মামলাতেই আজ TET উত্তীর্ণ হওয়ার মার্কস নিয়ে মতভেদ ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির। এখন তৃতীয় বিচারপতি বেঞ্চ নির্দিষ্ট করবেন প্রধান বিচারপতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পরীক্ষায় ঠিক কত পেলে হবে টেট পাশ৷ ৮২, নাকি সাড়ে ৮২? এই নিয়ে মতবিরোধ বাঁধল কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে৷ আলোচনাতেও হল না সমাধান, শেষমেশ সমস্যা সমাধানে মামলা গেল তৃতীয় বিচারপতির বেঞ্চে।
advertisement

TET পাশের কাট মার্কস নিয়ে নজিরবিহীন মতভেদ রয়েছে ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি’র। ৮২ পেলেই পাশ TET৷ মত বিচারপতি সুব্রত তালুকদারের। অন্যদিকে, ৮২.৫ বা তার বেশি পেলে টেট পাশ বলে প্রার্থী গণ্য হবে বলে মত বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের। টেট পাশের কাট অফ নিয়ে দুই বিচারপতির মধ্যে মতভেদ তৈরি হওয়ায় মামলা গেল তৃতীয় বিচারপতির বেঞ্চের কাছে।

advertisement

আরও পড়ুন: রাজ্যপালের পক্ষেই গেল রায়! উপাচার্য নিয়োগ মামলায় তীব্র ‘অস্বস্তি’তে রাজ্য! কী বলল হাইকোর্ট?

২০১৪ ও ২০১৭ TET এর নিয়ম অনুযায়ী, টেট উত্তীর্ণ হওয়ার জন্য সংরক্ষিত ক্যাটাগরির পড়ুয়াদের নম্বর পেতে হত ৮৩ নম্বর। তবে ৮২ পেলেই TET পড়ুয়ারা টেট পাশ বলে গণ্য হবে বলে রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

advertisement

একক বেঞ্চের সেই নির্দেশ চ্যালেঞ্জ করে পরে মামলা হয় ডিভিশন বেঞ্চে। সেই মামলাতেই আজ TET উত্তীর্ণ হওয়ার মার্কস নিয়ে মতভেদ ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির। এখন তৃতীয় বিচারপতি বেঞ্চ নির্দিষ্ট করবেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন: জয়েন্টের র‍্যাঙ্ক নিয়ে বেনজির জালিয়াতি! এজলাসে বসেই ছাত্রের কারসাজি ফাঁস করলেন বিচারপতি, অদ্ভুত কাণ্ড!

অন্যদিকে, এদিন রাজ্যের ১৩ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে করা জনস্বার্থ মামলা খারিজ করে কলকাতা হাইকোর্ট৷ এদিন বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ জানায়, ১৩ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে কোনও ত্রুটি নেই। তাই বহাল রাখা হচ্ছে আচার্যের অর্থাৎ, রাজ্যপালের নিয়োগ সিদ্ধান্ত৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata High Court: ঠিক কত পেলে পাশ করা যাবে টেট? নম্বর নিয়ে বিরোধ দুই বিচারপতির মধ্যেই, নজিরবিহীন ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল