২৩ এপ্রিল দুপুর ৩টে পর্যন্ত সিপিএমের যতজন প্রার্থী মনোনয়ন পাঠিয়েছেন, সেগুলি গ্রহণ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে।বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ ৷ ই-মেলে আবেদনকারী প্রার্থীদের তালিকাও প্রকাশ করতে বলা হয়েছে।
ই-মেলে মনোনয়ন হলে মৃত্যুর হার কমবে, ভোটের প্রতি আগ্রহ বাড়বে ভোটারদের ৷ এমনটাই জানিয়েছে আদালত ৷ তবে ই-মেলে পাঠানো মনোনয়ন পত্র দেখায় অনীহার জন্য ফের আদালতের ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য নির্বাচন কমিশন ৷ ই-মেলে আবেদনকারীদের তালিকাও প্রকাশ করতে বলা হয়েছে কমিশনকে ৷
advertisement
সিপিএমের ৮০০ প্রার্থী ই-মনোনয়ন দাবি করেছেন ৷ মনোনয়নপত্র স্ক্রুটিনি করতে সময় লাগবে ৷ প্রার্থী তালিকায় নাম রাখতে হবে প্রার্থীদের ৷ নাম রাখতে হবে ই-মনোনয়ন করা প্রার্থীদের ৷ ই-মনোনয়ন সঠিক থাকলে তালিকায় নাম থাকবে ৷ বুধবার থেকে টানা ৩ দিন ছুটি থাকছে ৷ পরে শনি-রবিবারও ছুটির দিন ৷ সেকারণে ১৪ মে ভোট কার্যন্ত অসম্ভব বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷