সৌমেন সেনের পর্যবেক্ষণ, সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিগুলিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। পাশাপাশি, বিচারপিত মত, গভর্নিং বডিতে বিশিষ্ট শিক্ষাবিদদের রাখা হোক, তাঁদের কাছ থেকে পড়ুয়ারা শিখতে পারবে।
যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আছেন, সেখানে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু করা হোক প্রাথমিক পর্যবেক্ষণ আদালতের। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ” এই অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়ে আমরা কোনও নির্বাচনে যাব না। এটা রাজনৈতিক নিয়োগ।আমরা এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছি সুপ্রিম কোর্টে।” যদিও আইনজীবীর সওয়ালে বিচারপতি একমত হন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ” সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন উপাচার্যরা কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না।” আওনজীবীর সওয়ালের পরিপ্রেক্ষিতে বিচারক বলেন, ”
advertisement
রাজ্য নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করুক। বাকিটা আমরা দেখছি।” জনস্বার্থ মামলাকারীর আইনজীবী
সায়ন বন্দ্যোপাধ্যায় জানান, ”কলেজে ছাত্র সংসদ নির্বাচনে উপাচার্যের কোনও ভূমিকা নেই। অযথা নির্বাচন না করে অন্য যুক্তি তুলে ধরা হচ্ছে।”