TRENDING:

Mamata Banerjee | Suvendu Adhikari: প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে পাশাপাশি শুভেন্দু-ফিরহাদ! দেখা মমতার সঙ্গেও

Last Updated:

এদিনের এই শপথগ্রহণ অনুষ্ঠানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন সকাল পৌনে ১১টা নাগাদই অনুষ্ঠানস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ শুভেন্দু অবশ্য তার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন৷ সূত্রের খবর, ১ নম্বর এজলাসে ঢোকার মুখেই প্রায় বসেছিলেন শুভেন্দু৷ মুখ্যমন্ত্রীকে দেখে তিনি উঠে দাঁড়ান। কিন্তু দুজনের মধ্যে কোনও কথা হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ১১ মে, ২০২৩, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথগ্রহণ করলেন বিচারপতি টি এস শিবাজ্ঞনম৷ তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ এদিন কলকাতা হাইকোর্টের ১ নম্বর এজলাসে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০ টা ৫৫ মিনিট নাগাদ শুরু হয় শপথবাক্য পাঠ অনুষ্ঠান৷ শেষ হয় ১১ টা ১ মিনিটে৷
advertisement

এদিনের এই শপথগ্রহণ অনুষ্ঠানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন সকাল পৌনে ১১টা নাগাদই অনুষ্ঠানস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ শুভেন্দু অবশ্য তার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন৷ সূত্রের খবর, ১ নম্বর এজলাসে ঢোকার মুখেই প্রায় বসেছিলেন শুভেন্দু৷ মুখ্যমন্ত্রীকে দেখে তিনি উঠে দাঁড়ান। কিন্তু দুজনের মধ্যে কোনও কথা হয়নি। তবে এই ঘটনার কিছু আগেই অনুষ্ঠানে তৈরি হয়েছিল কিছু নাটকীয় মুহূর্ত৷

advertisement

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথ নিলেন বিচারপতি টি এস শিবাজ্ঞনম, অনুষ্ঠানে মমতা-শুভেন্দু

এদিন মুখ্যমন্ত্রীর আগেই অনুষ্ঠান স্থলে পৌঁছে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আসন নির্ধারিত ছিল কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের ঠিক পাশেই৷ বেশ কিছুক্ষণ পাশাপাশিই বসে থাকেন দুই নেতা৷ দু-একবার তাঁদের কথা বলতেও দেখা যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

ফিরহাদ হাকিমের সঙ্গে একই সারিতে বসেছিলেন মন্ত্রী মলয় ঘটক এবং চন্দ্রিমা ভট্টাচার্য৷ পিছনের সারিতে ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ তবে কিছুক্ষণ পরেই আসন পরিবর্তন করে নেন শুভেন্দু অধিকারী৷ ফিরহাদ হাকিমের পাশের আসন থেকে উনি চলে যান অন্য একটি আসনে৷ শুভেন্দু অন্য আসনে চলে যাওয়ার পরে ফিরহাদের পাশে এসে বসেন বিমান৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee | Suvendu Adhikari: প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে পাশাপাশি শুভেন্দু-ফিরহাদ! দেখা মমতার সঙ্গেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল