TRENDING:

kolkata Highcourt | Darivit: দাড়িভিটে গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনায় NIA তদন্তের নির্দেশ, ক্ষতিপূরণ দিতে হবে পরিবারকেও, নির্দেশ আদালতের

Last Updated:

৫ বছর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে দাড়িভিটের স্কুলে বিজ্ঞান ও বাংলার শিক্ষকের দাবিতে ছাত্র-পুলিশ সংঘর্ষ বাধে৷ সেই সময় গুলিতে মৃত্যু হয় দুই ছাত্রের, নাম তাপস বর্মণ ও রাজেশ সরকারের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: উত্তর দিনাজপুরের দাড়িভিটে গুলিতে ২ ছাত্রের মৃত্যুর ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এই নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা৷ এর পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণের ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি জানান, ঘটনার দিন বোমা বিস্ফোরণের অভিযোগ ছিল, সেই কারণেই NIA তদন্তের নির্দেশ দেওয়া হল।
advertisement

৫ বছর আগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে দাড়িভিটের স্কুলে বিজ্ঞান ও বাংলার শিক্ষকের দাবিতে ছাত্র-পুলিশ সংঘর্ষ বাধে৷ সেই সময় গুলিতে মৃত্যু হয় দুই ছাত্রের, নাম তাপস বর্মণ ও রাজেশ সরকারের।

আরও পড়ুন: বীরভূমে পা দিয়েই তারা মায়ের শরণে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিজের হাতে করলেন আরতি

মৃতদের পরিবারের তরফে অভিযোগ করা হয়, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে ওই দুই ছাত্রের৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করে পুলিশ৷ ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলে আদালতের দ্বারস্থ হয় নিহতদের পরিবার।

advertisement

ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি রাজ্য মানবাধিকার কমিশনকেও রিপোর্ট দিতে বলা হয়েছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এ বিষয়ে রাজ্য মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

গত সোমবার শেষ হয়েছিল দাড়িভিট গুলিকাণ্ডের শুনানি৷ আজ রায় দিল আদালত৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
kolkata Highcourt | Darivit: দাড়িভিটে গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনায় NIA তদন্তের নির্দেশ, ক্ষতিপূরণ দিতে হবে পরিবারকেও, নির্দেশ আদালতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল