এদিন তমলুকের একটি দুর্গাপুজোর অনুমতি সংক্রান্ত মামলার শুনানি ছিল৷ সে প্রসঙ্গে বিচারপতি অমৃতা সিনহা আইনজীবীর কাছে জানতে চান, তমলুকে কতগুলি দুর্গাপুজো হয়৷ তখন তমলুক পুরসভার আইনজীবী উত্তর দেন, ‘‘৪০ থেকে ৫০টা দুর্গাপূজা হয়। আর কালীপুজো ২০০ থেকে ২৫০ টা৷’’ এরপরেই উপরোক্ত মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা৷
advertisement
তবে শুধুমাত্র ৭০ হাজার টাকা অনুদানই নয়, অন্যান্য সুযোগ সুবিধাও এবার দেওয়া হচ্ছে সরকারের তরফে৷ বিদ্যুতের জন্য আগে দুই তৃতীয়াংশ বিল দিতে হত ক্লাবগুলিকে, এ বার থেকে এক চতুর্থাংশ বিল দিতে হবে তাদের৷ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিসর্জনের দিন নির্ধারিত হয়েছে ২৪, ২৫ ও ২৬ অক্টোবর৷ এ ছাড়া ২৭ অক্টোবর রাজ্য পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে৷
পুজোর ক্লাবগুলিকে অনুদান দেওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, ‘‘আগে তো কোনও ক্লাবকে সাহায্য করত না। এটা আমার মাথায় চিন্তাটা আসে। অনেকে প্রশ্ন করে কেন ইমাম, পুরোহিত-রা ভাতা পাবেন? কমিউনিটি ডেভলপমেন্টে ওঁরা কাজ করেন। কেউ কেউ এই নিয়ে কোর্ট কেসে চলে যাবে যে কেন ক্লাবগুলো টাকা পাবে? তারা উন্নয়নমূলক প্রচার করে।’’
আরও পড়ুন: ইডি-র দফতরে যাচ্ছেন না অভিষেক! সোশ্যাল মিডিয়ায় লিখলেন ‘পারলে আটকে দেখান!’
অনুদানের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘শুরু করেছিলাম ২৫ হাজার টাকা দিয়ে।আমাদের কাছে টাকা নেই। সরকারের একদম টাকা নেই। যখন প্রয়োজন হবে সাহায্য করবেন তো? ৬০ হাজার টাকা বাড়িয়ে ৭০ হাজার টাকা করলাম৷’