TRENDING:

Kolkata High court: রাজ্যপালের পক্ষেই গেল রায়! উপাচার্য নিয়োগ মামলায় তীব্র ‘অস্বস্তি’তে রাজ্য! কী বলল হাইকোর্ট?

Last Updated:

অন্যদিকে, রাজ্য সরকার অভিযোগ তোলে, শিক্ষা দফতরের সঙ্গে কোনও আলোচনা না করেই রাজ্যপাল একতরফা ভাবে ওই উপাচার্যদের নিয়োগ করেছেন। ব্রাত্য বসু প্রকাশ্যে জানিয়ে দেন এই নিয়োগ সম্পূর্ণ অবৈধ। তাই এই নিয়োগ রাজ্য সরকারের পক্ষে মেনে নেওয়ার প্রশ্নই নেই। এমনকি, উপাচার্যদের বেতনও আটকে দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্য-রাজ্যপাল সংঘাতের উৎস, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে এবার উল্লেখযোগ্য রায় দিল কলকাতা হাইকোর্ট৷ উপাচার্য নিয়োগের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে আদালত জানিয়ে দিল, আচার্যের (রাজ্যপালের) ১৩ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে কোনও ত্রুটি নেই। তাই আচার্যের সিদ্ধান্তই বহাল রাখছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।
advertisement

অভিযোগ ছিল, বহুদিন ধরেই স্থায়ী উপাচার্য বিহীন রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়৷ অস্থায়ী উপাচার্যের মেয়াদ বৃদ্ধি করেই চলছিল কাজ৷ এ নিয়ে অসন্তোষও প্রকাশ করেছিলেন রাজ্যপাল৷ প্রকাশ্যে মুখ খুলেছিলেন রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও৷ তবে বিষয় আরও জটিল হয়, যখন চলতি মাসের প্রথম সপ্তাহে শিক্ষা দফতরকে উপেক্ষা করে রাজ্যের ১০টি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করেন আচার্য তথা রাজ্যপাল।

advertisement

আরও পড়ুন: জয়েন্টের র‍্যাঙ্ক নিয়ে বেনজির জালিয়াতি! এজলাসে বসেই ছাত্রের কারসাজি ফাঁস করলেন বিচারপতি, অদ্ভুত কাণ্ড!

অন্যদিকে, রাজ্য সরকার অভিযোগ তোলে, শিক্ষা দফতরের সঙ্গে কোনও আলোচনা না করেই রাজ্যপাল একতরফা ভাবে ওই উপাচার্যদের নিয়োগ করেছেন। ব্রাত্য বসু প্রকাশ্যে জানিয়ে দেন এই নিয়োগ সম্পূর্ণ অবৈধ। তাই এই নিয়োগ রাজ্য সরকারের পক্ষে মেনে নেওয়ার প্রশ্নই নেই। এমনকি, উপাচার্যদের বেতনও আটকে দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।

advertisement

গত ১২ জুন উচ্চশিক্ষা দফতরের স্পেশাল কমিশনারের তরফে নির্দেশিকা জারি করা হয়। পাশাপাশি, একটি জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। ডঃ সনৎ কুমার ঘোষ জনস্বার্থ মামলা দায়ের করে হাইকোর্টের কাছে আবেদন রাখেন, রাজ্যপাল আইনের পরিধির বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন৷ এই উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করতে আদালতের হস্তক্ষেপে আর্জি জানান তিনি। একক বেঞ্চ রাজ্যপালের পক্ষে রায় দিলে এ নিয়ে ফের ডিভিশন বেঞ্চে যান আবেদনকারী৷

advertisement

আরও পড়ুন: ‘ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সেনায় যোগ দেব..’, সেবকে দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা মমতার

সেই জনস্বার্থ মামলাই খারিজ হল বুধবার। আচার্য ১৩ জন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নিলেও উপাচার্য পদে যোগদান করেছিলেন ১১ জন। এদিন হাইকোর্টে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল যে, ১৩ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে কোনও ত্রুটি নেই। স্বভাবতই এই রায়ে কিছুটা হলেও অস্বস্তিতে পড়ল রাজ্য৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata High court: রাজ্যপালের পক্ষেই গেল রায়! উপাচার্য নিয়োগ মামলায় তীব্র ‘অস্বস্তি’তে রাজ্য! কী বলল হাইকোর্ট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল