TRENDING:

Kolkata: ফের মৃত‍্যু, এবার যাদবপুর! সাইকেল নিয়ে রাস্তা পারাপার করতে গিয়েই সর্বনাশ, জলমগ্ন কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত বেড়ে ৫

Last Updated:

Kolkata: জলমগ্ন কলকাতায় ফের মৃত‍্যু। কালিকাপুর অভিষিক্তা মোড়ের কাছে বিদ্যুৎপৃষ্ট হল এক ব‍্যক্তির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জলমগ্ন কলকাতায় ফের মৃত‍্যু। কালিকাপুর অভিষিক্তা মোড়ের কাছে বিদ্যুৎপৃষ্ট হল এক ব‍্যক্তির। জানা গিয়েছে মৃত ব‍্যক্তির নাম রাম গোপাল পণ্ডিত। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রাস্তায় ঝুলঝিল বিদ‍্যুতের তার। সাইকেল নিয়ে রাস্তা পারাপার করতে গিয়েই ঘটেছে মারাত্মক বিপদ। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ‍্য অনুযায়ী, এই নিয়ে কলকাতায় বিদ‍্যুত্‍পৃষ্ঠ হয়ে মৃতের সংখ‍্যা বেড়ে হল ৫।
ফের মৃত‍্যু, এবার যাদবপুর! সাইকেল নিয়ে রাস্তা পারাপার করতে গিয়েই সর্বনাশ, জলমগ্ন কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত বেড়ে ৫
ফের মৃত‍্যু, এবার যাদবপুর! সাইকেল নিয়ে রাস্তা পারাপার করতে গিয়েই সর্বনাশ, জলমগ্ন কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত বেড়ে ৫
advertisement

রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন শহর কলকাতা। শহর জুড়ে জল জমেছে। ঘটনাস্থল অভিষিক্তা মোড় থেকে যাদবপুর পর্যন্ত হাঁটু সমান জল যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে সিএসসির তরফ থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।

আরও পড়ুন: ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং…চেনা গণ্ডি ছাড়ুন! ২০৫০ সালের মধ‍্যে ভারতে এই ৭ চাকরিই ‘ভবিষ‍্যত্‍’, বেতন হবে কোটিতে, কোন কোর্স পড়তে হবে? সময় থাকতে জানুন

advertisement

যাদবপুর ছাড়াও কলকাতার বেনিয়াপুকুর, বালিগঞ্জ প্লেস, কালিকাপুর আর নেতাজি নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে চার জনের। CESC-কে ওই এলাকাগুলিতে প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বলা হয় ৷ তারপর দেহ উদ্ধার করে দমকল।

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে রেললাইনে জল! বিপর্যস্ত ট্রেন পরিষেবা, শিয়ালদহ লাইনে কোন কোন পরিষেবা বন্ধ রয়েছে? বাড়ি থেকে বেরোনোর আগে জানুন

advertisement

বৃষ্টির জেরে ট্রেন পরিষেবাও ব‍্যাহত। লাইনে জল জমে থাকার কারণে চক্ররেলের আপ এবং ডাউন লাইনের পরিষেবাও সকালে আপাতত বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা। একই ভাবে দুর্ভোগের মধ্যে পড়েছেন হাওড়া ডিভিশনের যাত্রীরাও। কলকাতার মেট্রো পরিষেবাও বিঘ্নিত হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

রাতভর বৃষ্টিতে হাওড়া ইয়ার্ড, শিয়ালদহ দক্ষিণ ইয়ার্ড, চিৎপুর উত্তর কেবিন-সহ বেশ কিছু কারশেড জলমগ্ন হয়ে পড়েছে। পাম্প করে সেই জল বের করার চেষ্টা হচ্ছে। তবে বৃষ্টি পুরোপুরি বন্ধ না-হওয়ায় আশপাশের এলাকা থেকে আবার জলে এসে জমছে রেল লাইনে। শিয়ালদহের কাছে লাইনে জল জমার কারণে মেন, বনঁগা এবং হাসনাবাদ লাইনের পরিষেবা বিঘ্নিত হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata: ফের মৃত‍্যু, এবার যাদবপুর! সাইকেল নিয়ে রাস্তা পারাপার করতে গিয়েই সর্বনাশ, জলমগ্ন কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত বেড়ে ৫
Open in App
হোম
খবর
ফটো
লোকাল