হকার নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্বেগের পর তড়িঘড়ি অভিযানে নামে কলকাতা পুরসভা কলকাতা পুলিশ ও টাউন ভেন্ডিং কমিটি। ২০১৬ সালের সমীক্ষা অনুযায়ী কলকাতা শহরে হকারের সংখ্যা ছিল ৫৪ হাজার। যদিও হকার সংগ্রাম কমিটির মতেই এই সংখ্যাটা প্রায় ৬০ হাজার।
advertisement
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ২০২৪ সালে অর্থাৎ গত বছর অভিযানে নামে কলকাতা পুরসভা এবং টাউন ব্যান্ডিং কমিটি সঙ্গে কলকাতা পুলিশ। সেই অভিযানে শহরজুড়ে বৈধ হকারদের নাম ও আধার কার্ড লিঙ্ক করে তথ্য আপলোড করা হয় কলকাতা পুরসভার অ্যাপে।
আরও পড়ুন: মারতে হবে না, বিষও লাগবে না! ঘর মোছার জলে ফেলে দিন এক টুকরো…বাড়ির ছায়াও মাড়াবে না ইঁদুর
সেই ১৪ হাজার নথিভূক্ত হকারদের মধ্যে ঈদের পরেই সরকারি পরিচিতি পত্র পেতে চলেছেন ৮ হাজারের এর বেশি। এরপর বাকি প্রায় ৬ হাজারের মতো হকারকেও সরকারি স্বীকৃতি দেওয়া হবে বলেই পুরসভা সূত্রে জানা গিয়েছে।