বছর ২৫ - র এই তরুণীকে উদ্ধার করা হয়েছে পুরীর কাছে কোনারক থেকে ৷ টানা ১০ দিন একটি ঘরে বন্ধ থাকার পর তাঁকে উদ্ধার করা হয়েছে ৷ উদ্ধার করেছেন পুলিশ ও অগ্নি নির্বাপক সংস্থার কর্মীরা ৷ যাঁর বাড়ি থেকে তরুণীকে উদ্ধার করা হয়েছে তিনি নিখোঁজ ৷
advertisement
এদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে এই ১০ দিন ধরে ১২ জন ব্যক্তি ঘুরিয়ে ফিরিয়ে মহিলাকে ধর্ষণ করেছে ৷ অথচ তাঁকে চাকরি দেওয়ার নাম করে কলকাতা থেকে এখানে নিয়ে এসেছিলেন একজন মহিলা ৷ কোনারক মন্দির থেকে দু কিলোমিটার দূরে একটি ঘরে বন্ধ করে রাখা হয়েছিল মহিলাকে ৷
আরও পড়ুন - 'গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট শুনে আনন্দিত হয়েছিলাম, কিন্তু রাতটা কাটিয়েছিলাম অন্য মেয়ের সঙ্গে'...
ঘরের ভিতর থেকে মহিলার আর্ত চিৎকার শুনে এলাকাবাসী পুলিশকে খবর দিলে মহিলাটিকে উদ্ধার করা সম্ভব হয় ৷ উদ্ধার হওয়া মহিলার শারীরিক অবস্থা পরীক্ষার জন্য দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়৷