TRENDING:

Kolkata Metro: ফাইনালের আগে সেমি ফাইনাল, কেটে যাবে মেট্রোর বউবাজার কাঁটা! বিশেষ সার্ভে শুরু কলকাতা মেট্রোর

Last Updated:

Kolkata Metro: ফাইনাল টেস্টের আগে কার্যত সেমিফাইনালের মুখে ইস্ট ওয়েস্ট মেট্রোর বহু আলোচিত বৌবাজার চত্বরের সুড়ঙ্গ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বউবাজারে এবার জিও ফিজিক‍্যাল টেমোগ্রাফিক সার্ভে। কাজ শেষের পরে মাটির চরিত্র কেমন রইল। বাড়ি তৈরিতে যাতে সমস্যা না দেখা দেয়। মেট্রো চলাচলে যাতে না হয় কোনও সমস্যা। তা নিশ্চিত করতেই শুরু হল এই কাজ।
ফাইনালের আগে সেমি ফাইনাল, কেটে যাবে মেট্রোর বউবাজার কাঁটা! বিশেষ সার্ভে শুরু কলকাতা মেট্রোর
ফাইনালের আগে সেমি ফাইনাল, কেটে যাবে মেট্রোর বউবাজার কাঁটা! বিশেষ সার্ভে শুরু কলকাতা মেট্রোর
advertisement

বিশ্বের অন্যতম নামী সংস্থা এই কাজ শুরু করল। লুকানো জল স্তরের বিপদ আগামিদিনে আটকানোই প্রধান লক্ষ্য। দুর্গা পিতুরী লেন, স্যাকরা পাড়া-সহ একাধিক জায়গা জুড়ে এই সমীক্ষা করছে কলকাতা মেট্রো (KMRCL)।

আরও পড়ুন: ২ মাস আগেই ধরা পড়েছে কলকাতায়! HMPV ভাইরাস নিয়ে বড় আপডেট, শিশুর কোন লক্ষ্ণণ দেখলে সতর্ক হবেন? জানিয়ে দিলেন চিকিত্‍সক

advertisement

ফাইনাল টেস্টের আগে কার্যত সেমিফাইনালের মুখে ইস্ট ওয়েস্ট মেট্রোর বহু আলোচিত বৌবাজার চত্বরের সুড়ঙ্গ। ২০১৯ সালে প্রথম ওই এলাকায় বিপর্যয় নামে। একের পর এক বাড়ি ভেঙে পড়ার পর প্রশ্ন উঠে যায় কার্যত এই অংশে কাজ শেষ করা নিয়ে।

পরিকল্পনা বদলে কাজ শুরু হলেও তার পরেও একাধিক সময়ে হয় বিপত্তি। বিভিন্ন বিশেষজ্ঞ পরামর্শ ও kmrcl এর প্রযুক্তিবিদদের পরিকল্পনায় আপাতত কাজ শেষের মুখে। কিন্তু বারবার বিপর্যয় এলাকার সাধারণ মানুষের মনে প্রশ্ন তুলে দিয়েছে।

advertisement

আরও পড়ুন: ১০০-র জায়গায় ১১০-১২০ টাকার পেট্রোল-ডিজেল কেন ভরায় সকলে? এতে কি তেল বেশি পাওয়া যায়? আসল সত‍্যি না জানলেই বড় ভুল

মাটির গভীরে মেট্রো চললে নিয়মিত কম্পন ও অন্যান্য কারণে ফের কি হতে পারে বিপর্যয়? যাত্রী পরিবহণ চালু হওয়ার পর সুড়ঙ্গ নিরাপত্তা খতিয়ে দেখতে এবার শুরু হল Geo physical tomographic survey। এই পরীক্ষার মধ্যে দিয়ে যাত্রীবোঝাই রেক চললে ওই এলাকার মাটির ঘনত্ব ও স্থিতিস্থাপকতার কতটা বদল হচ্ছে, তা মাপা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বড়সড় বদল না হলে এই অংশে বাণিজ্যিক যাত্রা নিরাপদ বলেই মনে করবেন kmrcl কর্তৃপক্ষ। এই সেমিফাইনালে পাস করলেই নির্মাণ ব্যতীত অন্য কাজ শেষ করবেন তাঁরা। সেসব সম্পূর্ণ হলেই ফাইনালে কমিশনার অফ রেলওয়ে সেফটির পরীক্ষায় বসবে বৌবাজার চত্বর। আর তাতে পাস করলেই যাত্রী পরিবহণ এর সবুজ সংকেত।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: ফাইনালের আগে সেমি ফাইনাল, কেটে যাবে মেট্রোর বউবাজার কাঁটা! বিশেষ সার্ভে শুরু কলকাতা মেট্রোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল