বিশ্বের অন্যতম নামী সংস্থা এই কাজ শুরু করল। লুকানো জল স্তরের বিপদ আগামিদিনে আটকানোই প্রধান লক্ষ্য। দুর্গা পিতুরী লেন, স্যাকরা পাড়া-সহ একাধিক জায়গা জুড়ে এই সমীক্ষা করছে কলকাতা মেট্রো (KMRCL)।
advertisement
ফাইনাল টেস্টের আগে কার্যত সেমিফাইনালের মুখে ইস্ট ওয়েস্ট মেট্রোর বহু আলোচিত বৌবাজার চত্বরের সুড়ঙ্গ। ২০১৯ সালে প্রথম ওই এলাকায় বিপর্যয় নামে। একের পর এক বাড়ি ভেঙে পড়ার পর প্রশ্ন উঠে যায় কার্যত এই অংশে কাজ শেষ করা নিয়ে।
পরিকল্পনা বদলে কাজ শুরু হলেও তার পরেও একাধিক সময়ে হয় বিপত্তি। বিভিন্ন বিশেষজ্ঞ পরামর্শ ও kmrcl এর প্রযুক্তিবিদদের পরিকল্পনায় আপাতত কাজ শেষের মুখে। কিন্তু বারবার বিপর্যয় এলাকার সাধারণ মানুষের মনে প্রশ্ন তুলে দিয়েছে।
মাটির গভীরে মেট্রো চললে নিয়মিত কম্পন ও অন্যান্য কারণে ফের কি হতে পারে বিপর্যয়? যাত্রী পরিবহণ চালু হওয়ার পর সুড়ঙ্গ নিরাপত্তা খতিয়ে দেখতে এবার শুরু হল Geo physical tomographic survey। এই পরীক্ষার মধ্যে দিয়ে যাত্রীবোঝাই রেক চললে ওই এলাকার মাটির ঘনত্ব ও স্থিতিস্থাপকতার কতটা বদল হচ্ছে, তা মাপা হবে।
বড়সড় বদল না হলে এই অংশে বাণিজ্যিক যাত্রা নিরাপদ বলেই মনে করবেন kmrcl কর্তৃপক্ষ। এই সেমিফাইনালে পাস করলেই নির্মাণ ব্যতীত অন্য কাজ শেষ করবেন তাঁরা। সেসব সম্পূর্ণ হলেই ফাইনালে কমিশনার অফ রেলওয়ে সেফটির পরীক্ষায় বসবে বৌবাজার চত্বর। আর তাতে পাস করলেই যাত্রী পরিবহণ এর সবুজ সংকেত।