পার্থপ্রতিম রায় নামে ওই গবেষককে কয়েক বছর আগে তথ্যপ্রযুক্তি সংস্থা চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন। তাঁর সঙ্গে আলাপ হয় সুপ্তি মুখোপাধ্যায় নামে এক মহিলার। যিনি বেসরকারি ব্যাংকের উচ্চপদে কর্মরত (Bank Officer)। অভিযোগ সেই মহিলা ও তাঁর সহযোগীরা গবেষককে বোঝান, ব্যাঙ্কের বদলে আলুর বন্ডে (Potato Bond) টাকা রাখলে বেশি টাকা সুদ মিলবে।
advertisement
২০১৭ সাল থেকে টাকা রাখা শুরু করেন ওই গবেষক। কিছু টাকা সুদ বাবদ ফেরতও পান। তারপরেই উধাও তাঁরা। এই প্রতারণা চক্রে ওই ব্যাঙ্ক আধিকারিক সুপ্তির স্বামীও জড়িত বলে অভিযোগ। শেক্সপিয়ার সরণি থানা এলাকায় ছিল এই চক্র। ২০২০ তে অভিযোগ দায়ের হয় থানায়। অভিযুক্তরা পলাতক ছিলেন। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্ত মহিলা।
অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, ২০১৭ সালের শেষ দিকে সুপ্তি এবং তাঁর স্বামীর মাধ্যমে আলু ব্যবসার বন্ডে বিনিয়োগ করেন তিনি। পরে সুপ্তি তাঁকে বুঝিয়েছিলেন, আরও বেশি বিনিয়োগ করলেই সেবি অনুমোদিত বন্ডের আসল নথি পাওয়া যাবে। সেই মোতাবেক ১ কোটি টাকা বিনিয়োগ করেন পার্থ। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরও কোনও কাগজপত্রং হাতে পান না তিনি।