পুলিশ সূত্রে খবর, বাগুইহাটি দেশবন্ধু নগর এবি৮/ ২৯ জয়াভবনের তিন তলার ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু বছর আটাত্তরের বৃদ্ধ শান্তি ভূষণ রায়ের। দুপুর ১২ টা নাগাদ তিনি ছাদে উঠেছিলেন, তারপর হঠাৎ করে কীভাবে পড়ে গেলেন তিনি, তা নিয়ে তদন্ত করে দেখছে বাগুইআটি থানা পুলিশ।
আরও পড়ুন: ভারতের ট্রেনে টয়লেট কিন্তু এক বাঙালির অবদান! এক চিঠিতেই কাজ, তারপর যা হল…চমকে যাবেন শুনে
advertisement
নিছকই কি দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য, সমস্তটাই তদন্ত করে দেখছে পুলিশ। তবে স্থানীয় সূত্র মারফত খবর ছাদে তিনি প্রায়ই যেতেন গাছ পরিচর্যার জন্য। সেই মতো সোমবারও গিয়েছিলেন গাছে জল দেওয়ার জন্য।
তবে কীভাবে পাঁচিল টপকে পড়ে গেলেন, তা নিয়ে তৈরি হচ্ছে রহস্য। দেহটিকে ময়না তদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।