EMSC বা ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিকাল সেন্টারের দাবি, কলকাতা-সহ গোটা রাজ্যেই প্রবল কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎস্থল বাংলাদেশের ঢাকা থেকে ২৮ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ঘোড়াশালের কাছে। সেখানে ভূমিকম্পের তীব্রতা ৬।
advertisement
মেঘালয়-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও অনুভূত কম্পন। কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গেরও বহু জেলায় কম্পন অনুভূত হয়েছে।
আরও পড়ুন: ১ ডিসেম্বর থেকে ৩ মার্চ পর্যন্ত ২৪টি ট্রেন বাতিল, ‘ক্যানসেল’ হল কোন কোন ট্রেন, তালিকা দেখে নিন
বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। হুগলি, নদিয়া, মুর্শিদাবাদেও অনুভূত হয়েছে মৃদু কম্পন। সকাল ১০টা ৮ মিনিট নাগাদ কম্পন শুরু হয়। বেশ কয়েক সেকেন্ড তা চলেছে। ঘরের মধ্যে পাখা, চেয়ার, টেবিল দুলতে দেখা গিয়েছে। আতঙ্কে অনেকে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। এখনও পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির খবর নেই।
বিশ্বজিৎ সাহা
