রাজারহাটের গোগোল সাহা এবং সুবর্ণা দাস তাঁদের বিয়েতে অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই তাঁরা অন্যদের চেয়ে এগিয়ে থাকতে বিয়ের মেনু কার্ড ডিজাইন করেন একটু অন্য ধাঁচে। গোগোল আর সুবর্ণা দু'জনেই খুব খুশি হয়েছেন এটা দেখে যে তাঁদের ডিজাইন করা মেনু কার্ড সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে এবং ভাইরালও হয়েছে।
কিন্তু হঠাৎ কেন এমন ভাবে ডিজাইন করা হল বিয়ের মেনু কার্ড? গোগোল অকপটে স্বীকার করেন যে এই আইডিয়া পুরোটাই তাঁর স্ত্রী সুবর্ণার মস্তিষ্কপ্রসূত। আসলে তাঁরা দু'জনেই নরেন্দ্র মোদি সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পকে সমর্থন করেন। আর তাঁদের এই সমর্থন-ই অন্য ভাবে প্রকাশ পেয়েছে তাঁদের বিয়ের মেনু কার্ডে। আর যেহেতু আধার দিয়েই মূলত ডিজিটাল ইন্ডিয়ার সূচনা হয়েছে, তাই আধারকেই এক্ষেত্রে তাঁরা বেছে নিয়েছেন।
advertisement
সস্ত্রীক গোগোল জানান যে বিয়েবাড়িতে অনেক অতিথি-ই এই মেনু কার্ড দেখে চমকে যান। তাঁরা নবদম্পতির সঙ্গে ঠাট্টা করে বলেন যে, এই বিয়েতে প্রবেশের অনুমতি পেতে গেলে যে বিশেষ আধার কার্ড লাগবে, সেটা কোথায় পাওয়া যাবে!
অন্যরকম মেনু কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার আইডিয়া যার, সেই সুবর্ণা একজন স্বাস্থ্যকর্মী আর তাঁর স্বামী গোগোল কাজ করেন সেলস ও মার্কেটিং বিভাগে। লকডাউনের প্রভাবে অনেকেরই বিয়ে আটকে গিয়েছিল। সেই বিধিনিষেধ সামান্য ঢিলে হওয়ার পরে অনেকেই একটু অন্য ধাঁচে বিয়ে করছেন, যাতে এই ঘটনা সারা জীবন সবার মনে থাকে!