কেন এগিয়ে আনা হল কলকাতা বইমেলা? ফেব্রুয়ারিতে রাজ্যের স্কুলগুলিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তার আগে জানুয়ারির মাঝামাঝি সময়ে বইমেলা শুরু করার ভাবনাচিন্তা ছিল গিল্ডের। মঙ্গলবার জানানো হলও তাই। তাঁরা জানিয়েছেন, জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা।
আরও পড়ুন: পেটে গ্যাসের ভয়ে দেখলেই নাক সিঁটকান? মুলো খেলে কী হয় জানলে গোটা শীত খেতে চাইবেন!
advertisement
গত বার ৩১ জানুয়ারি থেকে বইমেলা শুরু হয়েছিল। এ বারের বইমেলায় দু’টি শনি এবং রবিবার পড়েছে। ২৩ এবং ২৬ জানুয়ারি ছুটির দিন। ওই দিনগুলিতে ভিড় বেশি হওয়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা। এ বারের মেলা গত বারের ভিড়কে ছাপিয়ে যেতে পারে বলেও তাঁদের অনুমান। গিল্ডের দাবি, গত বার বইমেলায় ২৬ লাখ মানুষ গিয়েছিলেন। বই বিক্রি হয়েছিল প্রায় ২৫ কোটি টাকার।
আরও পড়ুন: পাতে তেজপাতা পড়লে ফেলে দেন, না পাতায় লেগে থাকা খাবার চেটে খান? জরুরি কথা জানুন
সল্টলেকের সেন্ট্রাল পার্কে ১৪ দিন ধরে চলবে এবারের বইমেলা। বইমেলা শেষ হবে আগামী ৩১ জানুয়ারি। এ বারের ‘থিম কান্ট্রি’ ব্রিটেন। থাকবেন অন্যান্য দেশের প্রতিনিধিরাও। ভারতের বিভিন্ন রাজ্যের প্রকাশনা সংস্থার সঙ্গে বিভিন্ন দেশের প্রকাশনা সংস্থাও এবার অংশগ্রহণ করছে বইমেলায়। থাকছে আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পেরু ও কলম্বিয়ার মতো দেশও। প্রায় ১২ বছর পর এবার আসছে জার্মানি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F