উত্তর কলকাতার দৃষ্টিহীন প্রতিবন্ধী সংগঠন ‘শ্যামপুকুর আস্থা ও নতুন স্বপ্ন’ গত ৩০ জুন শৈলেন্দ্র সরকার বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজন করেছিল এমনই এক প্রতিযোগিতার, যেখানে প্রতিযোগীদের চোখের দৃষ্টি অবরুদ্ধ হলেও মনের সৃষ্টি বাঁধনছাড়া। ৩০ জুন, দিনভর ওরা গাইল, কবিতা পাঠ করল, সুরের মায়াজালে জড়িয়ে রাখল উপস্থিত সকলকে। অনুষ্ঠানে সভাপতির আসনে ছিলেন কলকাতা হাইকোর্টের শেরিফ (২০১৩) স্বপন কুমার ঘোষ, আর ছিলেন অসংখ্য মুগ্ধ শ্রোতারা।
advertisement
ওই অনুষ্ঠানে পুরুষ প্রতিযোগী ছিলেন ৬০ জন, মহিলা প্রতিযোগী ৪০ জন। হয়ত আক্ষরিক অর্থে তাঁরা প্রতিযোগী, কিন্তু প্রত্যেকেই যে একেকজন যোদ্ধা। জীবনের কঠিন পথে হাঁটতে গিয়ে তাঁদের হয়ত হোঁচট লাগে বেশি, কিন্তু ইচ্ছের মায়াজাল তাঁরা বুনে দিতে পারেন আমাদের মতো করেই। হয়ত বা আমরা যে সীমানার পর আর দেখে উঠতে পারি না, তাঁদের দৃষ্টি, সৃষ্টি ছাড়িয়ে যায় সেই সীমাবদ্ধতাকেও। তাই এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের দাবিদার কোনও নিছক একজন বা দু’জন নন, বরং প্রত্যেক প্রতিযোগীই বুঝিয়ে গেলেন, ‘আমরা সবাই রাজা…’