TRENDING:

Kolkata Behala Accident: স্কুলের মধ্যে ফাটল কাঁদানে গ্যাসের সেল? তীব্র আতঙ্কে পড়ুয়ারা! গাল ফুটো হল মহিলার

Last Updated:

Kolkata Behala Accident: এলাকা রণক্ষেত্রে হয়ে উঠলে জনতাকে হটাতে বড়িশা হাইস্কুলের ভিতরেও কাঁদানে গ্যাসের সেল ফাটানোর অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেহালা: বেহালায় পথদুর্ঘটনার জেরে তুলকালাম শহর। ট্রাফিক সামলানোর গাফিলতির সঙ্গে পুলিশের বিরুদ্ধে তোলাবাজির মারাত্মক অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গোটা এলাকা রণক্ষেত্রে হয়ে উঠলে জনতাকে হটাতে বড়িশা হাইস্কুলের ভিতরেও কাঁদানে গ্যাসের সেল ফাটানোর অভিযোগ। সকালের সেশন শেষ হয়ে গেলেও, স্কুলের ভিতর ছোট ছোট পড়ুয়ারা ছিল। বাচ্চারা ছুটির পর নাকেমুখে রুমাল ঢেকে বের হয় স্কুল থেকে। এখনও গ্যাসের প্রভাব রয়েছে গোটা স্কুলে।
বরিষা হাইস্কুলের সামনে পুলিশের প্রহরা
বরিষা হাইস্কুলের সামনে পুলিশের প্রহরা
advertisement

স্কুলের হেড মাস্টার থানায় গিয়েছেন অভিযোগ জানাতে। রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের নির্দেশে স্কুলে পৌঁছেছেন স্কুল শিক্ষা দফতরের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। মৃত পড়ুয়ার বাড়িতেও যাচ্ছেন আধিকারিকরা। জানা গিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস সাড়ে এগারোটার পরে যাবেন ঘটনাস্থলে। কলকাতা পুলিশ রাজ্যপালকে পরে আসার অনুরোধ করেছে।

আরও পড়ুন: বেহালায় ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু ছোট্ট পড়ুয়ার! আগুন জ্বলল পুলিশের গাড়িতেও

advertisement

স্কুল কম্পাউন্ডে পুলিশ লাঠি হাতে ঢুকে পড়ে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল দ্বিতীয় শ্রেনির ছাত্র। যাওয়ার পথে বেপরোয়া গতির বলি হতে হয়েছে ওই শিশুকে। ওর বন্ধুরাও স্কুলে ছিল। এই ঘটনার জেরে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ক্লাস নিতে পারেননি। বেহালার দুর্ঘটনার ঘাতক লরি আটক করে কোনা ট্রাফিক গার্ডের পুলিশ, কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি বাবলাতলাতে আটক গাড়ি ও গাড়ির চালক।

advertisement

আরও পড়ুন: ভাত খেলে ওজন বাড়ে, রুটি খেলে কমে? ওজন কমানোর ডায়েটে কোনটা সঠিক জানুন

মৃত শিশু সৌরনীল সরকারের বাবা সরোজ কুমার সরকার আপাতত স্থিতিশীল রয়েছেন। এক্সরে হয়েছে, হাতে স্টিচ করা হয়েছে। ট্রমার মধ্যে রয়েছেন তিনি। বেহালা চৌরাস্তার একজন মহিলা পূজা সর্দার আহত হয়েছেন। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় SD5 বাস থেকে নামেন তিনি। পুলিশ সেই সময় কাঁদানে গ্যাসের শেল ফাটায়। শেলের টুকরো ছিটকে গাল ফুটো হয়ে যায় ওই মহিলার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

(রিপোর্টার– শঙ্কু সাঁতরা ও ওঙ্কার সরকার)

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Behala Accident: স্কুলের মধ্যে ফাটল কাঁদানে গ্যাসের সেল? তীব্র আতঙ্কে পড়ুয়ারা! গাল ফুটো হল মহিলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল