এই সময়ই মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পূর্ত দফতরের মন্ত্রী কে উদ্দেশ্য করে বলেন, “এত মানুষ হাত তুলছেন রাস্তা নিয়ে প্রশ্ন করার জন্য। সত্যি কথা বলতে বর্ষায় রাস্তার খারাপ হয়েছে। রাস্তার অবস্থা সত্যিই খুব খারাপ।” এই প্রসঙ্গেই অধ্যক্ষ মন্ত্রী পুলক রায়কে বলেন, “আপনি এর আগে জনস্বাস্থ্য কারিগরি দফতরের জন্য বিধানসভায় একটা ড্রপ বক্স রেখেছিলেন। আমি আপনাকে বলছি আপনি রাস্তার জন্যেও বিধানসভায় একটা ড্রপ বক্স রাখুন। যেসব মাননীয় সদস্যদের(বিধায়কদের) নিজ নিজ এলাকার রাস্তা নিয়ে অভিযোগ জানানোর আছে, তারা তা সেখানে জানাবেন। দুই দিনের মধ্যে সবাইকে অভিযোগ জানানোর জন্য বলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
advertisement
অধ্যক্ষের নির্দেশ মেনে মন্ত্রী পুলক রায় জানান, তিনি অবশ্যই বিধানসভায় ড্রপ বক্স রাখার ব্যবস্থা করছেন। যারা যারা অভিযোগ জানাবেন সেই অভিযোগ খতিয়ে দেখে তাঁর দফতর ব্যবস্থা নেবে। যদিও মন্ত্রী এর সঙ্গেই জানান যে অনেকেই রাস্তা নিয়ে যে অভিযোগ করেন বা করেছেন তার মধ্যে এমন অনেক রাস্তা আছে যা তাঁর দফতরের মধ্যে পড়ে না। রাজ্যে রাস্তা তৈরি ও রক্ষণাবেক্ষণ এর কাজ করে পূর্ত দফতর, পঞ্চায়েত দফতর, শহরাঞ্চলে অনেক ক্ষেত্রেই নগরোন্নয়ন দফতর। ফলে রাস্তা খারাপ থাকার ক্ষেত্রে শুধু পূর্ত দফতরের কিছু করার থাকে না।