TRENDING:

পাচারচক্রের পর এবার কৃত্রিম কিডনির নামে শহরের বুকে প্রতারণা ! পুলিশের জালে প্রতারক

Last Updated:

মেডিকা হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে প্রতারক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কিডনি পাচারচক্রের পর এবার কৃত্রিম কিডনির নামে শহরের বুকে প্রতারণা। মেডিকা হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে প্রতারক। ধৃতের দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। চক্রে বাকিদের খোঁজে তদন্তে পূর্ব যাদবপুর থানা।
advertisement

দক্ষিণ ভারত থেকে কৃত্রিম কিডনি জোগাড় করে দেওয়ার নাম করে রোগীর পরিবারের আস্থাভাজন। এরপর টাকা নিয়ে চাওয়া হয় আধার কার্ডও। কিন্তু, কথাবার্তায় সন্দেহ হওয়ায় আটক করা হয় খড়দহ নীলগঞ্জ রোডের বাসিন্দা সুমন সিনহাকে। তারপরই পুলিশের জেরায় সামনে আসে প্রতারণাচক্র। বাইপাসের ধারে মেডিকা হাসপাতাল চত্বর থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে। জানা গিয়েছে, দিন কয়েক ধরে হাসপাতালের সামনে ঘোরাঘুরি করছিল সুমন ৷ বেশ কয়েকজন রোগীর পরিবারকে কৃত্রিম কিডনির কথা বলে সে ৷ সকলের মনে বিশ্বাস আনতে নিজের মায়ের উদাহরণ তুলে ধরে সুমন ৷ সেকেন্দরাবাদে অ্যাপোলো হাসপাতালে তাঁর মায়ের দেহে কৃত্রিম কিডনির প্রতিস্থাপন হয় ৷ ওই হাসপাতালের এক কর্মী তাঁর বন্ধু বলে জানায় ওই যুবক ৷ সেখানে চিকিৎসা হলে সুবিধা হবে বলে অনেককেই আশ্বাস দেওয়া হয় ৷ কৃত্রিম কিডনির জন্য রেজিস্ট্রেশন বাবদ ১৩০০ টাকার কথা বলা হয় ৷ সুমনের কথায় বিশ্বাস করে একটি রোগীর পরিবার রেজিস্ট্রেশন ফি দেয় ৷

advertisement

এরপরই অনেকের মনে সন্দেহ হয়। মঙ্গলবার রাতেও একই ব্যাপার ঘটতে দেখে খবর দেওয়া হয় মেডিকা কর্তৃপক্ষকে। সুমন সিনহাকে আটকে রেখে পূর্ব যাদবপুর থানায় খবর দেওয়া হয়।

কৃত্রিম কিডনির বিষয়টি গবেষণার স্তরে রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। সুমনকে জেরা করে কৃত্রিম কিডনির কারবারে বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। সংগ্রহ করা হয়েছে মেডিকার সিসিটিভি ফুটেজ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
পাচারচক্রের পর এবার কৃত্রিম কিডনির নামে শহরের বুকে প্রতারণা ! পুলিশের জালে প্রতারক