৩৬৫ দিন ভ্রাম্যমান সাইকেল নিয়ে ঘুরছেন অর্জুন। গ্যাসের দাম বৃদ্ধি, এনআরসি-র প্রতিবাদ, বাংলার লাঞ্ছন, বাঙালিদের লাঞ্চনা, ২১ জুলাইয়ের আহ্বান নিয়ে সাজান এই সাইকেল নজর কাড়ল ডোরিনা ক্রসিংয়ে প্রতিবাদী মিছিলের ভিড়ে। অর্জুনের কথায় ‘ ব্যানার্জি মানেই এনার্জি, ২৬-এর নির্বাচনে মমতা আসবে ক্ষমতায়। মা যেভাবে পরিবারকে আগলে রাখেন, মমতা বন্দ্যােপাধ্যায়ও সেভবে আগলে রাখেন পশ্চিমবঙ্গকে। তাই বাংলার মেয়েকে চাই বারবার ‘।
advertisement
অর্জুন সর্দার সেই ব্যক্তি যিনি হরিশ চ্যাটার্জি রোডে প্রথম তৃণমূলের হয়ে দেওয়াল লিখেছিলেন। সেই থেকেই শুরু। বদলাননি দল। অর্জুন বলছেন, ‘ রাজাকে না মারতে পেরে প্রজাদের উপর বাড়তি চাপ তৈরি করতে চাইছে বিজেপি আর তাতে বিশেষ লাভ হবে না। আমাদের দমিয়ে রাখা যবে না ‘। অর্জুনের সাইকেল ঘুরছে৷ ঘুরে ঘুরে প্রতিবাদ পৌঁছে দিচ্ছে শহরের আনাচে কানাচে। বছরে প্রতিদিন এটাই তাঁর কাজ। পাশাপাশি জলের ব্যবসা করে সে। অর্জুনের লক্ষ ২৬-এ তৃণমূলের জয়।