TRENDING:

Crime: পুলিশ নয়, এবার তদন্ত করবে সিআইডি! বোনকে পুড়িয়ে মারছে স্বামী, ভিডিও কলে দেখানো হল দিদিকে!

Last Updated:

মৃতার দিদিকে পুড়িয়ে মারার কাণ্ড ভিডিও কল করে দেখানো হয় বলেই দাবি বধুর পরিবারের অভিযোগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গৃহবধুর অস্বাভাবিক মৃত‍্যুকে ঘিরে তীব্র চাঞ্চল‍্য। পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আর্মহার্স্ট স্ট্রীট থানা এলাকায়। মৃতার দিদিকে পুড়িয়ে মারার কাণ্ড ভিডিও কল করে দেখানো হয় বলেই দাবি বধুর পরিবারের অভিযোগ।

পুলিশ নয়, এবার তদন্ত করবে সিআইডি! বোনকে পুড়িয়ে মারছে স্বামী, ভিডিও কলে দেখানো হল দিদিকে!
পুলিশ নয়, এবার তদন্ত করবে সিআইডি! বোনকে পুড়িয়ে মারছে স্বামী, ভিডিও কলে দেখানো হল দিদিকে!
advertisement

গত ২৪ শে নভেম্বর শালিনী মিত্র নামের ওই গৃহবধুর আগুনে পুড়ে মৃত‍্যু হয়। মৃতার পরিবারে দাবি, শালিনীকে বাড়ির বাথরুমের দরজা ভেঙে বাইরে বের করে গায়ে আগুন লাগিয়ে দেন তার স্বামী সুশান্ত চক্রবর্তী। এমনকী, সেই দৃশ্য শালিনীর দিদিকে ভিডিও কলের মাধ্যমে দেখানো হয় বলেও অভিযোগ।

আরও পড়ুন: নিজের সার্ভিস রিভলবার দিয়েই মাথায় গুলি…বেহালায় আত্মঘাতী পুলিশ কর্মী!

advertisement

মৃত শালিনী মিত্রের দিদির দাবি, তিনি কালীঘাট থেকে গাড়ি নিয়ে গিয়ে শালিনীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ পকেট থেকে টাকা বের করার অভিযোগ তুলে শালিনীর ওপর অত্যাচার করত অভিযুক্ত সুশান্ত। অভিযোগ বিয়ের সাত বছরের মধ্যে পণের দাবিতে অত্যাচার চালাতেন মৃতার স্বামী।

তবে এই প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। মামলায় আরও অভিযোগ এই ঘটনায় অভিযুক্ত স্বামীর মোবাইল ফোন, শালিনীর জামা কাপড় এবং বাথরুমের দরজা বাজেয়াপ্ত করেনি পুলিশ। অনুপযুক্ত ধারায় মামলা রুজু করে পুলিশ বলেই অভিযোগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বর্তমানে পুলিশের কাছ থেকে মামলা গেল সিআইডির কাছে। বিয়ের সাত বছরের মধ্যে পণের দাবিতে অত্যাচার এবং সেই কারণে মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। খুনের ধারা দেওয়া হয়নি বলে অভিযোগ। যদিও সাত বছরের বেশি আগে তাদের বিয়ে হয়েছিল। এই ধারা কিভাবে প্রযোজ্য? প্রশ্ন মৃতার পরিবারের।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime: পুলিশ নয়, এবার তদন্ত করবে সিআইডি! বোনকে পুড়িয়ে মারছে স্বামী, ভিডিও কলে দেখানো হল দিদিকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল