আসলে ওটি নেহাৎ সিমেন্টের ফুটবল নয়। বরং ওর ভিতরে বসানো রয়েছে ডপলার র্যাডার। যা, আবহাওয়ার পূর্বাভাস দেয়। এই বড় ফুটবলটি বসানো হয়েছে কলকাতার নব মহারকণ ভবনের ছাদের উপর। শহরে এবার আরও একটি র্যাডার বসতে চলেছে বলে খবর।
ওই র্যাডার থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখে কলকাতা বিমানবন্দর। যা, নব মহাকরণ থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।
advertisement
আরও পড়ুন- ১১৩ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিল আয়কর দফতর! মাথায় হাত মধ্যপ্রদেশের যুবকের
কিন্তু এই দূরত্বে অসুবিধা হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষের। আপাতত তাঁরা চাইছেন বিমানবন্দর থেকে ১০ কিলোমিটার ব্যাসের মধ্যে আরও একটি ডপলার র্যাডার বসাতে। যাতে আরও নিখুঁত আবহাওয়া পূর্বাভাস পাওয়া যায়, আরও নিরাপদ ও সুনিশ্চিত বিমান পরিষেবা দেওয়া সম্ভব হয় যাত্রীদের।
জানা গিয়েছে কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন র্যাডার ও বায়ুর প্রকৃতি পর্যবেক্ষণ যন্ত্র বসানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে সেই পরিকল্পনা উর্ধ্বতন কর্তৃপক্ষের স্বীকৃতিও পেয়েছে, বরাদ্দ হয়েছে টাকা। এখন খোঁজ চলছে ১০ কিলোমিটারের মধ্যে একটি ১০ তলা বাড়ির। যার ছাদে বসানো হবে র্যাডার।
আসলে আবহাওয়ার সঠিক পূর্বাভাস, বায়ুর গতি ইত্যাদির উপর ভিত্তি করেই স্থির করা হয় বিমানের গতিপথ। র্যাডার পর্যবেক্ষণে স্থির করা যায় ভূপৃষ্ঠ থেকে কয়েকশো কিলোমিটার উপরে তৈরি হওয়া মেঘের ঘনত্ব, কখন তা বর্ষণ করতে পারে, কতক্ষণ বর্ষণ হতে পারে ইত্যাদি। এরই সঙ্গে বায়ুর প্রকৃতি পর্যবেক্ষণ করা যন্ত্রটি জানান দিতে পারে বায়ুর গতি, চাপ, টার্বুল্যান্স লেবেল ইত্যাদি। এসব তথ্য ব্যবহার করেই সতর্কতা জারি করেন আধিকারিকেরা। তার উপর ভিত্তি করে চলাচল করে বিমান।
১৫ কিলোমিটার দূর থেকে সঠিক আবহাওয়ার পূর্বাভাস পাওয়া কিঞ্চিৎ অসুবিধাজনক বলেই দাবি করছেন বিমানবন্দরের সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা।
জানা গিয়েছে, বিধাননগরের মৃত্তিকা ভবনকে বেছে নেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা চলছে। এই মৃত্তিকা ভবনের দূরত্ব কলকাতা বিমানবন্দর থেকে ৮ কিলোমিটারেরও কম। এবিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে বলেও জানা গিয়েছে।
এর আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বারাণসী থেকে ফেরার সময় এয়ার টার্বুল্যান্সের কবলে পড়ে। তারপরই নড়েচড়ে বসেছেন কর্তৃপক্ষ। কোনও ভিআইপি-র উড়ান থাকলে আবহাওয়া দফতর ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের আধিকারিকরা আগেভাগে বৈঠকে বসেন।