দিন দিন ভিড় বাড়ছে দেশের বিমানবন্দরগুলিতে। চেক-ইনের লম্বা লাইন পেরিয়ে বিমানের আসনে বসাও কম ঝক্কির নয়। এই ঝক্কি কমাতে বেশ কয়েকবছর ধরেই ভাবনাচিন্তা করছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। অবশেষে মিলল দাওয়াই। যার পোশাকি নাম ডিজিটাল যাত্রা বা ডিজি যাত্রা।
এই পদ্ধতিতে বিমানবন্দরে ঢোকার সময়ে ই-টিকিট বা পরিচয়পত্র দেখাতে হবে না। পরিচয়পত্র দেখাতে হবে না চেক ইন বা সিকিউরিটি চেকের সময়ও। শুধুমাত্র মুখ দেখিয়েই বিমানবন্দরে ঢুকতে পারবেন যাত্রীরা।
advertisement
কীভাবে কাজ করবে ‘ডিজি যাত্রা’?
‘ডিজি যাত্রা’র জন্য প্রথমবার বিমানবন্দরেই রেজিস্ট্রেশন করাতে হবে যাত্রীদের। রেজিস্ট্রেশনের সময়ে বিশেষ ক্যামেরার সাহায্যে যাত্রীর ছবি তোলা হবে। ‘ফেস রেকগনাইজেশন’ প্রযুক্তির সাহায্যে যাত্রীর মুখের ছবি তোলা হবে। যাত্রীর মুখের বায়োমেট্রিক তথ্যই হবে তাঁর পরিচয়। একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে বিমানবন্দরে ঢুকতে ই-টিকিট ও পরিচয়পত্রের প্রয়োজন হবে না। ওয়েব ক্যামেরার দিকে তাকালেই যাত্রীকে চিহ্নিত করা যাবে। বিমানবন্দরে প্রবেশ থেকে বিমানে ওঠা পর্যন্ত একই পদ্ধতি।
ইতিমধ্যেই হায়দরাবাদ বিমানবন্দরে চালু হয়েছে ‘ডিজি যাত্রা’। চলতি বছর মার্চ থেকে কলকাতা বিমানবন্দরেও চালু হবে এই পরিষেবা। ধাপে ধাপে দেশের সব বিমানবন্দরকেই ডিজি যাত্রার আওতায় আনতে চায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।