TRENDING:

মুখ দেখলেই ছাড় ! প্রয়োজন নেই কোনও কাগজপত্রের, কলকাতা বিমানবন্দরে ‘ডিজি যাত্রা’

Last Updated:

বিমানবন্দরে প্রবেশ থেকে বিমানে ওঠা পর্যন্ত মুখের বায়োমেট্রিক তথ্যই হবে যাত্রীর পরিচয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রয়োজন নেই কোনও কাজগপত্রের। এবার মুখ দেখিয়েই ঢোকা যাবে বিমানবন্দরে। মার্চ থেকেই কলকাতা বিমানবন্দরে ‘ডিজি যাত্রা’ পরিষেবা চালু করছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এরফলে বিমানবন্দরে প্রবেশ থেকে বিমানে ওঠা পর্যন্ত মুখের বায়োমেট্রিক তথ্যই হবে যাত্রীর পরিচয়। এতে ঝক্কি যেমন কমবে, তেমন বাঁচবে সময়ও।
advertisement

দিন দিন ভিড় বাড়ছে দেশের বিমানবন্দরগুলিতে। চেক-ইনের লম্বা লাইন পেরিয়ে বিমানের আসনে বসাও কম ঝক্কির নয়। এই ঝক্কি কমাতে বেশ কয়েকবছর ধরেই ভাবনাচিন্তা করছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। অবশেষে মিলল দাওয়াই। যার পোশাকি নাম ডিজিটাল যাত্রা বা ডিজি যাত্রা।

এই পদ্ধতিতে বিমানবন্দরে ঢোকার সময়ে ই-টিকিট বা পরিচয়পত্র দেখাতে হবে না। পরিচয়পত্র দেখাতে হবে না চেক ইন বা সিকিউরিটি চেকের সময়ও। শুধুমাত্র মুখ দেখিয়েই বিমানবন্দরে ঢুকতে পারবেন যাত্রীরা।

advertisement

কীভাবে কাজ করবে ‘ডিজি যাত্রা’?

‘ডিজি যাত্রা’র জন্য প্রথমবার বিমানবন্দরেই রেজিস্ট্রেশন করাতে হবে যাত্রীদের। রেজিস্ট্রেশনের সময়ে বিশেষ ক্যামেরার সাহায্যে যাত্রীর ছবি তোলা হবে। ‘ফেস রেকগনাইজেশন’ প্রযুক্তির সাহায্যে যাত্রীর মুখের ছবি তোলা হবে। যাত্রীর মুখের বায়োমেট্রিক তথ্যই হবে তাঁর পরিচয়। একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে বিমানবন্দরে ঢুকতে ই-টিকিট ও পরিচয়পত্রের প্রয়োজন হবে না। ওয়েব ক্যামেরার দিকে তাকালেই যাত্রীকে চিহ্নিত করা যাবে। বিমানবন্দরে প্রবেশ থেকে বিমানে ওঠা পর্যন্ত একই পদ্ধতি।

advertisement

ইতিমধ্যেই হায়দরাবাদ বিমানবন্দরে চালু হয়েছে ‘ডিজি যাত্রা’। চলতি বছর মার্চ থেকে কলকাতা বিমানবন্দরেও চালু হবে এই পরিষেবা। ধাপে ধাপে দেশের সব বিমানবন্দরকেই ডিজি যাত্রার আওতায় আনতে চায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

বাংলা খবর/ খবর/কলকাতা/
মুখ দেখলেই ছাড় ! প্রয়োজন নেই কোনও কাগজপত্রের, কলকাতা বিমানবন্দরে ‘ডিজি যাত্রা’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল