ঘাতক লরিচালককে গ্রেফতার করা হয়েছে কোনা এক্সপ্রেসওয়ের বাবলাতলা থেকে। বেহালার ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। দুর্ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ অবস্থা বেহালায়। মৃতদেহ আটকে রেখে চলছে বিক্ষোভ। উত্তেজিত জনতা সরকারি বাসে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় পুলিশ-ব়্যাফ। জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমারের মাথায় আঘাত লাগে।
advertisement
আরও পড়ুন: স্কুলের মধ্যে ফাটল কাঁদানে গ্যাসের সেল? তীব্র আতঙ্কে পড়ুয়ারা! গাল ফুটো হল মহিলার
রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের নির্দেশে স্কুলে পৌঁছেছেন স্কুল শিক্ষা দফতরের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। মৃত পড়ুয়ার বাড়িতেও যাচ্ছেন আধিকারিকরা। জানা গিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস সাড়ে এগারোটার পরে যাবেন ঘটনাস্থলে। কলকাতা পুলিশ রাজ্যপালকে পরে আসার অনুরোধ করেছে।
আরও পড়ুন: বেহালায় ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু ছোট্ট পড়ুয়ার! আগুন জ্বলল পুলিশের গাড়িতেও
মৃত শিশু সৌরনীল সরকারের বাবা সরোজ কুমার সরকার আপাতত স্থিতিশীল রয়েছেন। এক্সরে হয়েছে, হাতে স্টিচ করা হয়েছে। ট্রমার মধ্যে রয়েছেন তিনি। বাচ্চার বাবার বয়ান রেকর্ড করা হচ্ছে। জয়েন্ট সিপি ট্রাফিক রয়েছেন এসএসকেএম-এ।