TRENDING:

কলকাতায় 'কামড়' কাণ্ড! পুলিশকর্মী ইভাকে জেরা এ সপ্তাহেই, বয়ান রেকর্ড অরুণিমার...

Last Updated:

পুলিশ সূত্রে খবর, চাকরি প্রাথী অরুণিমা পালের অভিযোগ যে মহিলা পুলিশ কর্মী তাঁর হাতে কামড়ে দিয়েছেন। পাল্টা মহিলা পুলিশের অভিযোগ, অরুণিমা পাল ওই মহিলা পুলিশ কর্মীকে কামড়ানো চেষ্টা করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : চাকরি প্রাথীকে কামড়ানোর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল অভিযুক্ত পুলিশকর্মীকে। ঘটনায় মঙ্গলবার বা বুধবারের মধ্যে ওই মহিলা পুলিশকর্মীকে ডাকা হয়েছে ডিসি সাউথ ২ এর অফিসে। বিভাগীয় তদন্ত চলছে সেই কারণে ইভা থাপাকে ডাকা হয়েছে। সূত্রের খবর, আজ সাউথ কলকাতা জুড়ে একাধিক বিক্ষোভ কর্মসূচি থাকায় সোমবার জিজ্ঞাসাবাদ সম্ভব না।
কলকাতায় 'কামড়' কাণ্ড
কলকাতায় 'কামড়' কাণ্ড
advertisement

চাকরি প্রাথীকে পুলিশ কামড়ানোর ঘটনায় সোমবার মহিলা পুলিশকে ডেকে জিজ্ঞাসাবাদের সম্ভব নয় কারণ সাউথ কলকাতার একাধিক জায়গায় বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি থাকায়। পুলিশ সূত্রে খবর, মহিলা পুলিশকে জিজ্ঞাসাবাদের পর অরুণিমা পালকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।  তবে অরুনিমা যেহেতু শেক্সপিয়ার থানায় রোজ হাজিরা দিচ্ছেন ফলে সেখানেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। ডিসি সাউথ টু য়ের অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনায় দু তরফে বয়ান গুরুত্বপূর্ণ।

advertisement

পুলিশ সূত্রে খবর, চাকরি প্রাথী অরুণিমা পালের অভিযোগ যে মহিলা পুলিশ কর্মী তাঁর হাতে কামড়ে দিয়েছেন। পাল্টা মহিলা পুলিশের অভিযোগ, অরুণিমা পাল ওই মহিলা পুলিশ কর্মীকে কামড়ানো চেষ্টা করে। সেকারণে ঠিক কী ঘটনা ঘটেছিল তা জানতে দু তরফে বয়ান রেকর্ড করা হবে। সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হবে। দিন কয়েক আগে ২০১৪ টেট পাস নন ইনক্লুডেড চাকরি প্রাথীরা নিয়োগের দাবিতে এক্সসাইড মোড়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পরে। এমনকি সেদিন ক্যামাক স্ট্রিটে চাকরি প্রাথীরা পৌঁছে যায় অভিষেক বন্দোপাধ্যায়ের অফিসের সামনে। সেখানে পুলিশের সঙ্গে আরেক প্রস্থ ধস্তাধস্তি হয় তাঁদের। টেনে হিচঁড়ে পুলিশ ভ্যানে তোলা হয় চাকরি প্রার্থীদের।

advertisement

অভিযোগ, সেসময় অরুণিমা পাল নামে এক চাকরি প্রাথীকে ওই পুলিশকর্মী হাতে কামড়ে দেন। এরপর অরুণিমাকে থানায় নিয়ে যাওয়া হয়। থানা থেকে নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতালে।  সেই ঘটনায় পুলিশের এরকম ভয়ানক কাণ্ড দেখে রাজ্য রাজনীতি তোলপাড় হয়। এবার ফের মহিলা পুলিশকে মঙ্গলবার বা বুধবার ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অর্পিতা হাজরা

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় 'কামড়' কাণ্ড! পুলিশকর্মী ইভাকে জেরা এ সপ্তাহেই, বয়ান রেকর্ড অরুণিমার...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল