কেন্দ্রের তালিকা অনুযায়ী, কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং মালদহ রেড জোনের মধ্যে পড়ছে ৷
অন্যদিকে হুগলি, পশ্চিম বর্ধমান, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ পড়ছে ওরেঞ্জ জোনের মধ্যে ৷
গ্রিন জোনে রয়েছে উত্তর দিনাজপুর, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, আলিপুরদুয়ার ও ঝাড়গ্রাম ৷
advertisement
কেন্দ্রের দাবি, রাজ্যে মোট ১০টি রেড জোন রয়েছে। তবে রাজ্যের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে ১০টি নয় ৪টি রেড জোন রয়েছে ৷ কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর রেড জোনের মধ্যে পড়ছে বলে জানিয়েছে রাজ্য সরকার ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 01, 2020 11:37 PM IST