TRENDING:

Sealdah to North Bengal Train New Timetable: উত্তরবঙ্গ যাবেন? শিয়ালদহ থেকে ট্রেন বাতিলের পর জানুন নয়া সময় ও পথ, এড়ান দুর্ভোগ

Last Updated:

Sealdah to North Bengal Train New Timetable: পূর্ব রেলওয়ের শিয়ালদহ স্টেশনে পরিকাঠামোমূলক উন্নয়নের কাজের জন্য মেগা ব্লকের কথা মাথায় রেখে, কিছু ট্রেনের পথ পরিবর্তন অথবা সময় পুনঃনির্ধারণ করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পরিকাঠামোমূলক উন্নয়নের কাজের জন্য ট্রেনের পথ পরিবর্তন ও সময় পুনঃনির্ধারণ করা হল। আদিবাসী কুর্মি সমাজের আন্দোলনের জেরে কিছু ট্রেন বাতিল। পূর্ব রেলওয়ের শিয়ালদহ স্টেশনে পরিকাঠামোমূলক উন্নয়নের কাজের জন্য মেগা ব্লকের কথা মাথায় রেখে, কিছু ট্রেনের পথ পরিবর্তন অথবা সময় পুনঃনির্ধারণ করা হয়েছে।
ট্রেনের পথ পরিবর্তন ও সময় পুনঃনির্ধারণ
ট্রেনের পথ পরিবর্তন ও সময় পুনঃনির্ধারণ
advertisement

নর্থ সেন্ট্রাল রেলওয়ের প্রয়াগরাজ ডিভিশনের রুমা-চান্দেরি স্টেশনের মধ্যে নতুন তৃতীয় লাইনের ব্যবস্থার জন্য রুমায় নন-ইন্টারলকিং কাজের পরিপ্রেক্ষিতে ১৫৪৮৩নং আলিপুরদুয়ার জং-দিল্লি এক্সপ্রেসের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ও আদ্রা ডিভিশনে আদিবাসী কুর্মি সমাজের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: ৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা! পাল্টে যাচ্ছে বাংলার আবহাওয়ার ধরন, কয়েক দিনেই শুরু নয়া আশঙ্কা!

advertisement

শিয়ালদহ স্টেশনে মেগা ব্লকের জন্য ট্রেনের পথ পরিবর্তন ও সময় পুনঃনির্ধারণ:

০৮.০৪.২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৩৭৭ নং শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেসটি শিয়ালদহ স্টেশনের পরিবর্তে কলকাতা টার্মিনাল হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।

০৮.০৪.২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৩৪৪ নং হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেইল ট্রেনটির হলদিবাড়ি থেকে প্রস্থানের সময় ১৮.১৫ ঘণ্টার পরিবর্তে ২১.১৫ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হবে।

advertisement

০৮.০৪.২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৩৭৮ নং নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস ট্রেনটির নিউ আলিপুরদুয়ার থেকে প্রস্থানের সময় ১৭.৪০ ঘণ্টার পরিবর্তে ১৯.৪০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হবে।

আরও পড়ুন: ‘স্রেফ অসভ্যতা’! যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বিক্ষুব্ধ শ্রীজাত, পাল্টা তোপ কবিকে!

০৮.০৪.২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ০৫৪২২ নং বালুরঘাট-মালদা টাউন স্পেশ্যাল ট্রেনটির বালুরঘাট থেকে প্রস্থানের সময় ১৮.৩০ ঘণ্টার পরিবর্তে ২২.৩০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হবে।

advertisement

প্রয়াগরাজ ডিভিশনের রুমায় নন-ইন্টারলকিং কাজের জন্য, ১২ এপ্রিল, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৪৮৩ নং আলিপুরদুয়ার জং-দিল্লি এক্সপ্রেস ট্রেনটির আলিপুরদুয়ার থেকে প্রস্থানের সময় ১০.৩০ ঘণ্টার পরিবর্তে ১৩.০০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হবে।

ট্রেন পরিষেবার বাতিলকরণ:

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের খড়গপুর জংশন-টাটা সেকশনের খেমাসুলিতে এবং আদ্রা ডিভিশনের আদ্রা-চাণ্ডিল জং. সেকশনের কুস্তাউরে আদিবাসী কুর্মি সমাজের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১০ এপ্রিল, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬২৯ নং তাম্বারাম-শিলঘাট টাউন নগাঁও এক্সপ্রেস এবং ১৫৯৩০ নিউ তিনসুকিয়া জং-তাম্বারাম এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah to North Bengal Train New Timetable: উত্তরবঙ্গ যাবেন? শিয়ালদহ থেকে ট্রেন বাতিলের পর জানুন নয়া সময় ও পথ, এড়ান দুর্ভোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল