নর্থ সেন্ট্রাল রেলওয়ের প্রয়াগরাজ ডিভিশনের রুমা-চান্দেরি স্টেশনের মধ্যে নতুন তৃতীয় লাইনের ব্যবস্থার জন্য রুমায় নন-ইন্টারলকিং কাজের পরিপ্রেক্ষিতে ১৫৪৮৩নং আলিপুরদুয়ার জং-দিল্লি এক্সপ্রেসের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ও আদ্রা ডিভিশনে আদিবাসী কুর্মি সমাজের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: ৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা! পাল্টে যাচ্ছে বাংলার আবহাওয়ার ধরন, কয়েক দিনেই শুরু নয়া আশঙ্কা!
advertisement
শিয়ালদহ স্টেশনে মেগা ব্লকের জন্য ট্রেনের পথ পরিবর্তন ও সময় পুনঃনির্ধারণ:
০৮.০৪.২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৩৭৭ নং শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেসটি শিয়ালদহ স্টেশনের পরিবর্তে কলকাতা টার্মিনাল হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।
০৮.০৪.২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৩৪৪ নং হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেইল ট্রেনটির হলদিবাড়ি থেকে প্রস্থানের সময় ১৮.১৫ ঘণ্টার পরিবর্তে ২১.১৫ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হবে।
০৮.০৪.২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১২৩৭৮ নং নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস ট্রেনটির নিউ আলিপুরদুয়ার থেকে প্রস্থানের সময় ১৭.৪০ ঘণ্টার পরিবর্তে ১৯.৪০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হবে।
আরও পড়ুন: ‘স্রেফ অসভ্যতা’! যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বিক্ষুব্ধ শ্রীজাত, পাল্টা তোপ কবিকে!
০৮.০৪.২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ০৫৪২২ নং বালুরঘাট-মালদা টাউন স্পেশ্যাল ট্রেনটির বালুরঘাট থেকে প্রস্থানের সময় ১৮.৩০ ঘণ্টার পরিবর্তে ২২.৩০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হবে।
প্রয়াগরাজ ডিভিশনের রুমায় নন-ইন্টারলকিং কাজের জন্য, ১২ এপ্রিল, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৪৮৩ নং আলিপুরদুয়ার জং-দিল্লি এক্সপ্রেস ট্রেনটির আলিপুরদুয়ার থেকে প্রস্থানের সময় ১০.৩০ ঘণ্টার পরিবর্তে ১৩.০০ ঘণ্টায় পুনঃনির্ধারণ করা হবে।
ট্রেন পরিষেবার বাতিলকরণ:
দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের খড়গপুর জংশন-টাটা সেকশনের খেমাসুলিতে এবং আদ্রা ডিভিশনের আদ্রা-চাণ্ডিল জং. সেকশনের কুস্তাউরে আদিবাসী কুর্মি সমাজের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১০ এপ্রিল, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬২৯ নং তাম্বারাম-শিলঘাট টাউন নগাঁও এক্সপ্রেস এবং ১৫৯৩০ নিউ তিনসুকিয়া জং-তাম্বারাম এক্সপ্রেস বাতিল করা হয়েছে।