আরও পড়ুন: জ্বলছে দাদার দেহ, পাশেই গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত বোন...বাসন্তীর শ্মশানে মর্মান্তিক ঘটনা
পুলিশ এসওপি তৈরি করছে। সেটা সব ক্লাবকে দেওয়া হবে। শেষ করে নবিশরা যখন জলে যাবে। স্কুল পর্যায়ে থেকেই রোয়ার ওঠে সেটা বন্ধ করলে বাংলা থেকে আর রোয়ার উঠবে না। এসওপি-র পাশাপাশি এই চিঠি দিক আমরা আদালতে জানাবো যাতে এই বিশেষ ক্ষমতা থেকে দেওয়া হয়। এই বোট ঘোরার জন্য বা বিনোদন কাজের জন্য নয় শুধুমাত্র উদ্ধার কাজে ব্যবহার করা হবে।"
advertisement
আরও পড়ুন- আট বছরে গরিবদের কল্যাণের কথাই সবার আগে ভেবেছি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
তিনি জানান, আগে বাম আমলে রবীন্দ্র সরোবরের মতো লেকগুলোতে কোনওরকম নজরদারি ছিল না। যেখান সেখান থেকে মানুষ এসে ঢুকে পড়ত। লেকের জলে স্নান করত। কাপড় কাচত। এখন পুরো লেকটা সুন্দর করে ঘিরে দেওয়া হয়েছে। পরিবেশ অনেক সুন্দর হয়েছে। অবাঞ্ছিত যাতায়াত বন্ধ হয়েছে। তবে আরও ভাল করতে হবে৷ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। সম্প্রতি রবীন্দ্র সরোবারে দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই বেশ কিছু উদ্যোগ নিতে চাইছে প্রশাসন। এরই অঙ্গ হিসেবেই পেট্রোল চালিত বোটের কথা চিন্তা ভাবনা করছে প্রশাসন।
Ujjal Roy