‘আসি যাই মাইনে পাই…’ সেই সুদিন শেষ হতে চলেছে কলকাতা পুরসভায়। পুরকর্মী ও আধিকারিকদের ফেস ডিটেকশন প্রযুক্তি চালু হতে চলেছে। বুধবার কেন্দ্রীয় পুরভবনে বসল ফেস ডিটেকশন যন্ত্র। আপাতত কেন্দ্রীয় ভবনের ২০ স্ট্র্যাটেজিক পয়েন্টে বসানো হচ্ছে এই যন্ত্র। কেন্দ্রীয় ভবনের যে কোনও বিভাগের যে কোনও কর্মী যেকোনও একটি যন্ত্রের সামনে দাঁড়িয়ে দিতে পারবেন ডিজিটাল অ্যাটেনডেন্স।
advertisement
ফেস ডিটেকশন যন্ত্র প্রথম ধাপে ১০টি ও দ্বিতীয় ধাপে আরও ১০টি লাগানো হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে কর্মীদের ডিজিটাল ডেটা আপলোড করার কাজ। সম্ভবত আগামী মাসে পুরসভার কেন্দ্রীয় ভবনে চালু হয়ে যাবে ডিজিটাল অ্যাটেনডেন্স।
কলকাতা পুরসভা সূত্রে খবর, আগেই সিদ্ধান্ত হয়েছিল। সেই অনুসারে জঞ্জাল সাফাই বিভাগের কলকাতায় ছড়িয়ে থাকা সব অফিসে বায়োমেট্রিক হাজিরা চালু হয়েছে। যেখানে আঙুলের ছাপ দিয়ে ডিজিটাল অ্যাটেনডেন্স দিতে হয় পুর কর্মীদের। এবার কেন্দ্রীয় ভবনের কর্মীদের জন্য পাইলট প্রজেক্ট হিসেবে চালু এই ফেস ডিটেকশন সিস্টেম। এই প্রযুক্তির ব্যবহার সফল হলে কলকাতায় বিভিন্ন জায়গায় থাকা ওয়ার্ড অফিস থেকে বরো অফিস, সর্বত্র বসবে ডিজিটাল অ্যাটেনডেন্স মেশিন।
শুধু কর্মীদের হাজিরা সুনিশ্চিত করা নয়, কেন্দ্রীয় ভবনের নিরাপত্তাও বাড়ানো হচ্ছে। ইতিমধ্যেই কাগজের ফাইল বদলে ই- ফাইল চালু হয়েছে। বিভিন্ন পরিষেবা অনলাইনে চালু হয়েছে। ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি গেটে আধুনিক এই প্রযুক্তি লাগানো হবে যাতে ভিজিটরদের খুঁটিনাটি তথ্য সংগৃহীত থাকে ছবি-সহ। সার্ভারে সেটা দীর্ঘ সময় সংরক্ষিত থাকবে। প্রয়োজনে কোনও ব্যক্তির পরিসংখ্যান নিলে বোঝা যাবে তিনি কতবার এসেছেন? কেন এসেছেন? কোথায় ও কার কাছে গিয়েছেন ৷