TRENDING:

KMC Election Results 2021: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কলকাতা পুরসভা দখলের পথে তৃণমূল

Last Updated:

১৪৪টি ওয়ার্ডের মধ্যে শাসক দল কতগুলি আসনে জিতে থামে, গণনার বাকি সময়ে শুধু সেই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষা (KMC Election Results 2021)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রত্যাশিত ভাবেই কলকাতা পুরসভা নির্বাচনের ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দিকে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস (KMC Election Results 2021)৷ গণনা শুরুর পর প্রথম প্রায় তিন ঘণ্টায় যা ছবি উঠে আসছে, তাতে কলকাতার রং ফের সবুজ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা৷ ইতিমধ্যেই ১৩০-এর বেশি আসনে এগিয়ে গিয়েছে তৃণমূল (TMC)৷ শেষ পর্যন্ত ১৪৪টি ওয়ার্ডের মধ্যে শাসক দল কতগুলি আসনে জিতে থামে, গণনার বাকি সময়ে শুধু সেই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষা (KMC election Result)৷ তৃণমূল প্রথম থেকেই দাবি করছিল, ১৩০-এর বেশি আসনে জয়ী হবে তারা৷
এদিকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দলীয় সমর্থকরা সবুজ আবির আর খেলা হবে গানে মেতেছেন উৎসবের মেজাজে। জয় নিশ্চিত জেনেই শুরু হয়ে গিয়েছে আগাম উল্লাস। নেত্রীর বাড়ির সামনে জড়ো হয়েছেন দলীয় সমর্থকেরা। বেলা বাড়তেই শুরু হয়ে গিয়েছে উদযাপনের প্রস্তুতি।
এদিকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দলীয় সমর্থকরা সবুজ আবির আর খেলা হবে গানে মেতেছেন উৎসবের মেজাজে। জয় নিশ্চিত জেনেই শুরু হয়ে গিয়েছে আগাম উল্লাস। নেত্রীর বাড়ির সামনে জড়ো হয়েছেন দলীয় সমর্থকেরা। বেলা বাড়তেই শুরু হয়ে গিয়েছে উদযাপনের প্রস্তুতি।
advertisement

সর্বশেষ খবর অনুযায়ী, অধিকাংশ বরোতেই গণনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে৷ যে আসন গুলিতে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বসুন্ধরা গোস্বামী, দেবাশিস কুমার, তারক সিং৷ ৮৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূলের আর এক হেভিওয়েট প্রার্থী মালা রায়৷ ৭০ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূলের অসীম বসু৷

আরও পড়ুন: জিতে গেলেন ক্ষিতি কন্যা বসুন্ধরা, আরও পাঁচ আসনে জয়ী তৃণমূল

advertisement

তৃণমূল বাদে একটি আসনে জয়ী হয়েছে কংগ্রেসও৷ ১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ওয়াসিম আনসারি৷ ৪৫ নম্বর ওয়ার্ড থেকে জিতে গিয়েছেন কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক৷

বিজেপি অবশ্য চারটি ওয়ার্ডেই এগিয়ে রয়েছে বলে খবর৷ অনেকগুলি কেন্দ্রেই দু' নম্বরে উঠে এসেছে বামেরা৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জয়ের পর ৮৮ নম্বর থেকে জয়ী প্রার্থী এবং তৃণমূলের সাংসদ মালা রায় বলেছেন, 'মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করেছেন, তাতে পুরবোর্ড গঠন হলেই প্রচুর কাজ হবে৷ যে কাজ হলে মানুষ যে কাজ করলে খুশি হবেন, সেই কাজই হবে৷'

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Election Results 2021: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কলকাতা পুরসভা দখলের পথে তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল