সর্বশেষ খবর অনুযায়ী, অধিকাংশ বরোতেই গণনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে৷ যে আসন গুলিতে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বসুন্ধরা গোস্বামী, দেবাশিস কুমার, তারক সিং৷ ৮৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূলের আর এক হেভিওয়েট প্রার্থী মালা রায়৷ ৭০ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূলের অসীম বসু৷
আরও পড়ুন: জিতে গেলেন ক্ষিতি কন্যা বসুন্ধরা, আরও পাঁচ আসনে জয়ী তৃণমূল
advertisement
তৃণমূল বাদে একটি আসনে জয়ী হয়েছে কংগ্রেসও৷ ১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ওয়াসিম আনসারি৷ ৪৫ নম্বর ওয়ার্ড থেকে জিতে গিয়েছেন কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক৷
বিজেপি অবশ্য চারটি ওয়ার্ডেই এগিয়ে রয়েছে বলে খবর৷ অনেকগুলি কেন্দ্রেই দু' নম্বরে উঠে এসেছে বামেরা৷
জয়ের পর ৮৮ নম্বর থেকে জয়ী প্রার্থী এবং তৃণমূলের সাংসদ মালা রায় বলেছেন, 'মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করেছেন, তাতে পুরবোর্ড গঠন হলেই প্রচুর কাজ হবে৷ যে কাজ হলে মানুষ যে কাজ করলে খুশি হবেন, সেই কাজই হবে৷'