TRENDING:

KMC Election Result 2021: নেত্রীকে 'কথা' দিয়েছিলেন, কলকাতা পুরভোটে জয়ী হয়ে কথা রাখলেন দেবাশিস কুমার!

Last Updated:

KMC Election Result 2021: পুরভোটে ৮৫ নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে জিতলেন দেবাশিস কুমার (Debasish Kumar)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাসবিহারী কেন্দ্র থেকে জিতে এবার প্রথম বিধানসভায় গিয়েছেন, কলকাতা পুরসভার (KMC Election Result 2021) প্রাক্তন মেয়র পারিষদ দেবাশিস কুমার (Debasish Kumar Wins)। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতিত্বের দায়িত্বও তাঁর কাঁধে। পুরভোটে এবার তৃণমূলের জয়ের অন্যতম কাণ্ডারী হলেন তিনি।
পুরভোটে জয়ী তৃণমূলের দেবাশিস কুমার
পুরভোটে জয়ী তৃণমূলের দেবাশিস কুমার
advertisement

আরও পড়ুন: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কলকাতা পুরসভা দখলের পথে তৃণমূল

পুরভোটে (KMC Election Result 2021) ৮৫ নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে জিতলেন দেবাশিস কুমার (Debashis Kumar Wins)। ৯ হাজার ৮৩৬টি ভোটে জিতেছেন (KMC Election Result 2021) তিনি। এদিন জয়লাভের পর দেবাশিস কুমার বলেন, "আমি আমার নেত্রীকে কথা দিয়েছিলাম। আমরা জিতব। আমার ভাল লাগছে মানুষ আমাদের বিশ্বাস করেছে। ৮৬ এবং ৮৭ ওয়ার্ডেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীরাই জয়ী হয়েছে। ৬৮ এবং ৭০ ওয়ার্ডে এখনও এগিয়ে আছে আমাদের প্রার্থীরা।"

advertisement

আরও পড়ুন: উৎসবের মেজাজে কালীঘাট! মমতার বাড়ির সামনে শুরু 'খেলা হবে' গান

অন্যদিকে, পারিবারিক জয় (KMC Election Result 2021) পেলেন তৃণমূল প্রার্থী তারক সিং। কলকাতা পুর নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তাঁর মেয়ে কৃষ্ণা সিং, অমিত সিং ও তারক নিজে। ১১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অমিত সিং জিতলেন সাড়ে সাত হাজার ভোটে। এর আগে উপনির্বাচনে পাঁচ হাজারের বেশি ভোটে জিতেছিলেন অমিত। এ বারে পুর নির্বাচনে ব্যবধান বাড়িয়ে তিনি জিতলেন সাড়ে সাত হাজার ভোটে। বিপুল ব্যবধানে জিতলেন তারক নিজেও। তাঁর জয়ের ব্যবধান ৮ হাজার ২৫৮। জয়ের পরে বেরিয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া দেওয়ার আগেই অমিত এগিয়ে গিয়ে প্রণাম করলেন বাবা তারককে। যেন এক পারিবারিক জয়ের ছবি, যেন সুখী এক পরিবার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এছাড়াও, ভোট গণনা শুরু হতেই প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস (TMC)। বেহালার ১৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। এছাড়াও এগিয়ে রয়েছেন ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। প্রাথমিক ট্রেন্ডে নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে অনেকটাই এগিয়ে মুখ্যমন্ত্রীর ( CM Mamata Banerjee ) ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় ( Kajari Banerjee)।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Election Result 2021: নেত্রীকে 'কথা' দিয়েছিলেন, কলকাতা পুরভোটে জয়ী হয়ে কথা রাখলেন দেবাশিস কুমার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল