KMC Election 2021: উৎসবের মেজাজে কালীঘাট! মমতার বাড়ির সামনে শুরু 'খেলা হবে' গান...

Last Updated:
KMC Election 2021: ইতিমধ্যে এগিয়ে গিয়েছেন, ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, পরেশ পাল, মালা রায়-থেকে শুরু করে তৃণমূলের সমস্ত হেভিওয়েট প্রার্থী।
1/5
কলকাতা পুরসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে তৃণমূল কংগ্রেস। ছোট লালবাড়ির দখল নেওয়া কার্যত সময়ের অপেক্ষা। বেলা বাড়তে না বাড়তেই লাফিয়ে বাড়ছে শাসকদল তৃণমূলের এগিয়ে থাকা আসনের সংখ্যা। গণনা শুরু হয়েছে সকাল আটটা থেকে। আর দেড় ঘণ্টা পার হতেই স্পষ্ট হয়ে গেল, কলকাতা পুরসভা দখল করার দিকে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ঘাসফুল শিবির।
কলকাতা পুরসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে তৃণমূল কংগ্রেস। ছোট লালবাড়ির দখল নেওয়া কার্যত সময়ের অপেক্ষা। বেলা বাড়তে না বাড়তেই লাফিয়ে বাড়ছে শাসকদল তৃণমূলের এগিয়ে থাকা আসনের সংখ্যা। গণনা শুরু হয়েছে সকাল আটটা থেকে। আর দেড় ঘণ্টা পার হতেই স্পষ্ট হয়ে গেল, কলকাতা পুরসভা দখল করার দিকে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ঘাসফুল শিবির।
advertisement
2/5
ইতিমধ্যে এগিয়ে গিয়েছেন, ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, পরেশ পাল, মালা রায়-থেকে শুরু করে তৃণমূলের সমস্ত হেভিওয়েট প্রার্থী। এগিয়ে কাজরী বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্যকিশোর রাউত, রত্না চট্টোপাধ্যায়, তারক সিংহ-রাও। ইতিমধ্যে জয়ী  ৩ প্রাথী। ১১৭ নম্বর ওয়ার্ডে জয়ী হলেন তৃণমূলের অমিত সিংহ। ১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কাকলি বাগ। জয়ী হয়েছেন দেবাশিস কুমার। বেলা বাড়তেই স্পষ্ট হয়ে যাচ্ছে কী হতে চলেছে ভোটের ফলাফল।
ইতিমধ্যে এগিয়ে গিয়েছেন, ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, পরেশ পাল, মালা রায়-থেকে শুরু করে তৃণমূলের সমস্ত হেভিওয়েট প্রার্থী। এগিয়ে কাজরী বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্যকিশোর রাউত, রত্না চট্টোপাধ্যায়, তারক সিংহ-রাও। ইতিমধ্যে জয়ী  ৩ প্রাথী। ১১৭ নম্বর ওয়ার্ডে জয়ী হলেন তৃণমূলের অমিত সিংহ। ১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কাকলি বাগ। জয়ী হয়েছেন দেবাশিস কুমার। বেলা বাড়তেই স্পষ্ট হয়ে যাচ্ছে কী হতে চলেছে ভোটের ফলাফল।
advertisement
3/5
প্রথম দু- ঘণ্টায় কার্যত একই অবস্থানে এসে দাঁড়িয়েছে বিজেপি, বাম ও কংগ্রেস। সকাল দশটার হিসাবে কলকাতা পুর নির্বাচনে বিজেপি এগিয়ে চারটি আসনে, এই আসনগুলির মধ্যে এগিয়ে রয়েছেন সজল ঘোষ। রয়েছেন বিজেপি-র তারকা প্রার্থী মিনাদেবী পুরোহিতও। এ ছাড়া বামেরা এগিয়ে রয়েছে ২ টি আসনে। এগিয়ে রয়েছেন সিপিএম-এর প্রার্থী মৃত্যুঞ্জয় চক্রবর্তী। কংগ্রেস এগিয়ে রয়েছে ২টি আসনে। সেই তালিকায় রয়েছেন সন্তোষ পাঠক। ১ জন নির্দল প্রার্থী এগিয়ে আছেন ১১৪ নম্বর ওয়ার্ডে।
প্রথম দু- ঘণ্টায় কার্যত একই অবস্থানে এসে দাঁড়িয়েছে বিজেপি, বাম ও কংগ্রেস। সকাল দশটার হিসাবে কলকাতা পুর নির্বাচনে বিজেপি এগিয়ে চারটি আসনে, এই আসনগুলির মধ্যে এগিয়ে রয়েছেন সজল ঘোষ। রয়েছেন বিজেপি-র তারকা প্রার্থী মিনাদেবী পুরোহিতও। এ ছাড়া বামেরা এগিয়ে রয়েছে ২ টি আসনে। এগিয়ে রয়েছেন সিপিএম-এর প্রার্থী মৃত্যুঞ্জয় চক্রবর্তী। কংগ্রেস এগিয়ে রয়েছে ২টি আসনে। সেই তালিকায় রয়েছেন সন্তোষ পাঠক। ১ জন নির্দল প্রার্থী এগিয়ে আছেন ১১৪ নম্বর ওয়ার্ডে।
advertisement
4/5
এদিকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দলীয় সমর্থকরা সবুজ আবির আর খেলা হবে গানে মেতেছেন উৎসবের মেজাজে। জয় নিশ্চিত জেনেই শুরু হয়ে গিয়েছে আগাম উল্লাস। নেত্রীর বাড়ির সামনে জড়ো হয়েছেন দলীয় সমর্থকেরা। বেলা বাড়তেই শুরু হয়ে গিয়েছে উদযাপনের প্রস্তুতি।
এদিকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দলীয় সমর্থকরা সবুজ আবির আর খেলা হবে গানে মেতেছেন উৎসবের মেজাজে। জয় নিশ্চিত জেনেই শুরু হয়ে গিয়েছে আগাম উল্লাস। নেত্রীর বাড়ির সামনে জড়ো হয়েছেন দলীয় সমর্থকেরা। বেলা বাড়তেই শুরু হয়ে গিয়েছে উদযাপনের প্রস্তুতি।
advertisement
5/5
এরই মধ্যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বেশ কিছুক্ষণ সেখানে কাটিয়ে বেরিয়ে যাওয়ার আগে ফিরহাদ বলেন, ''আমি মন্দিরে এসেছিলাম। সবসময় আসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমার কাছে মন্দির।'' জেতার বিষয়ে কতটা আশাবাদী তিনি? ফিরহাদের সাফ জবাব, ''জেতা নয়, আমার কাছে বড় বিষয় আমাকে আমার ওয়ার্ডের কত মানুষ সমর্থন করছেন। আমি আমার জেতার বিষয়ে একেবারেই চিন্তিত নই।''
এরই মধ্যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বেশ কিছুক্ষণ সেখানে কাটিয়ে বেরিয়ে যাওয়ার আগে ফিরহাদ বলেন, ''আমি মন্দিরে এসেছিলাম। সবসময় আসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমার কাছে মন্দির।'' জেতার বিষয়ে কতটা আশাবাদী তিনি? ফিরহাদের সাফ জবাব, ''জেতা নয়, আমার কাছে বড় বিষয় আমাকে আমার ওয়ার্ডের কত মানুষ সমর্থন করছেন। আমি আমার জেতার বিষয়ে একেবারেই চিন্তিত নই।''
advertisement
advertisement
advertisement