TRENDING:

Kolkata Municipal Corporation: গার্ডেনরিচ বিতর্কের মাঝেই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে বড় রদবদল 

Last Updated:

Kolkata Municipal Corporation: গার্ডেনরিচ বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত নিল কলকাতা কর্পোরেশন। একাধিক বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের বদলির নির্দেশিকা জারি করল পুরসভার পার্সোনেল বিভাগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গার্ডেনরিচ বিতর্কের মাঝেই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে বড় রদবদল। প্রশ্ন উঠছে আগের ইঞ্জিনিয়ারদের কাজ নিয়ে। গার্ডেনরিচ শুধু নয়, কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডেই ইঞ্জিনিয়ারদের একাংশের সঙ্গে প্রোমোটারদের যোগসাজশ স্পষ্ট হচ্ছে বলে অভিযোগ বিভিন্ন মহলে। তাতেই ক্ষুব্ধ পুর প্রশাসনের কর্তারা।
গার্ডেনরিচ বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত নিল কলকাতা কর্পোরেশন
গার্ডেনরিচ বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত নিল কলকাতা কর্পোরেশন
advertisement

গার্ডেনরিচ বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত নিল কলকাতা কর্পোরেশন। একাধিক বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের বদলির নির্দেশিকা জারি করল পুরসভার পার্সোনেল বিভাগ। গার্ডেনরিচ বহুতল ভেঙে মর্মান্তিক দুর্ঘটনার দায় মেয়র যেমন বাম আমলের উপরে চাপিয়ে ছিলেন, পাশাপাশি বিল্ডিং বিভাগের আধিকারিকদের উপর শুরু থেকেই দায় চাপিয়েছিলেন তিনি। তিনজনকে শোকজ করা হয়েছে। এবার একাধিক বদলির নির্দেশে তোলপাড় কলকাতা পুরসভা।

advertisement

কলকাতা পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় এক নির্দেশিকা জারি করে পুরসভার পার্সোনেল বিভাগ। কলকাতা পুরসভার পুর কমিশনার ধবল জৈনের নির্দেশমতো এই বিজ্ঞপ্তি জারি হয়। তাতে বলা হয় এই বদলি রুটিন বদলি। তবে অদ্ভুত ভাবে দেখা যায় এই নির্দেশিকার  ৮ জন ইঞ্জিনিয়ারের মধ্যে ৪ জন ইঞ্জিনিয়ার হলেন বিল্ডিং বিভাগের। এছাড়াও আছে টাউন প্ল্যানিং বিভাগের দু’জন ও এক জন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের।

advertisement

আরও পড়ুন :  দুর্ঘটনায় হারিয়েছেন পা, ১ টাকায় ভাঁড়ভর্তি চা বেচেই জীবনসংগ্রামে এমবিএ পাশ অরুণাভ

নির্দেশিকা অনুসারে দেখা যাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল যিনি টাউন প্ল্যানিং-এর কাজ করছেন, তাঁকে পাঠানো হয়েছে বিল্ডিং বিভাগে। তিনজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। তাঁদের একজনকে এস ডব্লিউ এম -১, একজনকে জল সরবরাহ আর একজনকে টাউন প্ল্যানিং বিভাগে বদলি করা হয়েছে। একজন এস এ ই টাউন প্ল্যানিং থেকে বিল্ডিং বিভাগে, আর একজন এস এ ই জল সরবরাহ থেকে বিল্ডিং বিভাগে এবং অন্য আর একজনকে এস ডব্লিউ এম -১ থেকে বিল্ডিং বিভাগে বদলি করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে দুর্ঘটনার পরেই কর্মী আধিকারিকদের উপর গোটা দায় চাপিয়েছে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার সন্ধ্যার এই নির্দেশ যেন সেই মনোভাবকেই আরও বেশি বাস্তবায়িত করল বলেই মনে করছেন ইঞ্জিনিয়ারদের একাংশ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Municipal Corporation: গার্ডেনরিচ বিতর্কের মাঝেই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে বড় রদবদল 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল