শনিবার রাতে নিজের অফিসেই পিন্টুর ঝুলন্ত দেহ দেখতে পান কয়েকজন। এরপরই খবর যায় পুলিশের কাছে। প্রাথমিকভাবে পিন্টু আত্মহত্যা করেছে বলে অনুমান। ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে পিন্টুর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: তৈরি হচ্ছে ওয়ার রুম, থাকবেন সেনাপতি বনসল, নবান্ন অভিযানে বিজেপির গোপন পরিকল্পনা
প্রসঙ্গত, দিন কয়েক আগে খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তৃণমূল কাউন্সিলরের ছেলের। ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার) রাম পেয়ারে রামের ছেলে রাম কিঙ্কর রামের মৃত্যু হয়েছিল। লরির চাকায় যে গাড়িটি পিষে গিয়েছিল, সেই গাড়িতেই ছিলেন রাম কিঙ্কর রাম। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা গ্যাস কাটার দিয়ে গাড়িটি কেটেই গুরুতর আহত অবস্থায় রাম কিঙ্কর রামকে উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: 'খেলা হবে', বাংলার দুই জেলাতে নতুন পরিকল্পনা তৃণমূলের! নজর অভিষেকের
এবার ওই এলাকার আরও এক কাউন্সিলরের ছেলের মৃত্যুর ঘটনা ঘটল। তবে, এই মৃত্যু দুর্ঘটনার ফলে নয়, বরং রহস্যে মোড়া।