ময়দানের মালিঙ্গা। বঙ্গক্রিকেট এই নামেই চেনে নদিয়ার চাকদহের সায়ন ঘোষকে। মফস্বল শহর থেকে ভিশন টি-টোয়েন্টি ক্যাম্প। সেখান থেকে বাংলার হয়ে রঞ্জি ট্রফি। আর এবার দশম আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বাংলার মুখ। এই জার্নিতে কাঁটা এখন রেল। কারণ ২০১৩ সালে দক্ষিণ-পূর্ব রেলের গ্রুপ ‘ডি’ কর্মী হিসেবে স্পোর্টস কোটায় চাকরি পেয়েছিলেন এই যুবক। আরও ভাল কিছু করার টার্গেট নিয়ে ২০১৬ সালে এই চাকরি ছেড়েছিলেন। কিন্তু সায়নের অভিযোগ, চাকরি ছাড়ার জন্য এখন ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করছে রেল।
advertisement
বাবা কলকাতা পুরসভার অবসরপ্রাপ্ত কর্মী। একসময়ে সংসারের কথা ভেবে ক্রিকেট ছেড়ে দিয়েছিলেন। ফিরছিলেন বন্ধুদের কথা শুনে। তার ইনাম এবারের নিলাম। তবে আইপিএলের পাশাপাশি জাতীয় দলে খেলার স্বপ্নই এখন সায়নের চোখে।
রিপোর্টার- ঈরন রায় বর্মন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 21, 2017 5:04 PM IST