কলকাতার পুজোর থিম এবার কেকে। কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসে প্রয়াত হন কৃষ্ণকুমার কুন্নত। শিল্পীর শেষ লাইভ শো এ বার পুজোর মণ্ডপে দেখানো হবে। উত্তর কলকাতার কবিরাজ বাগান বারোয়ারি ২০২২-এ পুজোর থিমে এই বিষাদ সুর।
আজ, ২৩ অগাস্ট কেক কেটে, কেকে-র গানে এলাকা মুখরিত করে, কেকে-র মূর্তি পুজো করে জন্মদিন পালন করল দুর্গাপুজোর এই ক্লাব। পাশাপাশি, পুজো পাগল কাউন্সিলর অমল চক্রবর্তীর ওয়ার্ড-এই স্যার গুরুদাস মহাবিদ্যালয়। জন্মদিনে কেকে বরণে থাকল কলেজের পড়ুয়ারাও। ঠিক সকাল দশটায় ফের একবার কেকে-র সুরে বিষাদের সুর বয়ে গেল এলাকা জুড়ে।
advertisement
আরও পড়ুন: কলকাতায় যাওয়ার আগের দিন ইতালি ভ্রমণের পরিকল্পনা করেছিলেন কেকে: নকুল
কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী। বরাবরই কবিরাজ বাগান বাড়োয়ারির ভাবনা তাঁরই থাকে। গত বছরের কলকাতায় দার্জিলিংয়ের পরিবেশ তৈরি করেছিলেন অমলবাবু। এ বার তাঁর নিজের যাওয়ার কথা ছিল নজরুল মঞ্চে। যেতে পারেননি। সেই আফশোস থেকে যাবে সারা জীবন। সেই কারণেই দুধের স্বাদ ঘোলে মেটাতে নজরুল মঞ্চে কেকের অনুষ্ঠানটিকে লাইভ শো হিসেবে ফিরিয়ে আনবেন দুর্গা পুজোর মণ্ডপে।
আরও পড়ুন: কেকে'র শেষ অটোগ্রাফ! মৃত্যুর আগে গায়ক শুভেচ্ছাবার্তা লিখেছিলেন সতীশের গিটারে
প্রসঙ্গত, কলকাতা নজরুল মঞ্চে অনুষ্ঠানের আয়োজক ছিল উল্টোডাঙ্গার গুরুদাস কলেজ। এই কলেজটি ১৪ নম্বর ওয়ার্ডেই। অনুষ্ঠান চলাকালীন কেকে বার বার ঘাম মুছছিলেন। গরমে শরীর খারাপ লাগছিল তাঁর। অসুস্থ হয়ে পড়েন। হোটেলে নিয়ে যাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন। তার পরই তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার সিএমআরআই হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর জীবনাবসান হয়।