KIFF 2023: সলমন-মহেশের মাঝে দাঁড়িয়ে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী স্বয়ং, তারকাখচিত মঞ্চে উচ্ছ্বসিত মমতা
পাশাপাশি রাশিয়া, স্পেন আমেরিকা থেকেও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলেই জানা গেছে। এবারের ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক তথা অভিনেতা সলমন খানকে ১০ মিনিট সময় দেওয়া হয়েছে তার বক্তব্য রাখার জন্য। পাশাপাশি অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, সোনাক্ষী সিনহা, কমল হাসান ও অনিল কাপুর। ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন অভিনেতা সলমন খান, অনিল কাপুর সহ একাধিক ব্যক্তিত্বরা। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চকে সাজানোর পাশাপাশি কে কাকে স্বাগত জানাবেন সেই বিষয়েও ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, দেব সম্মান জানাবেন সলমন খানকে।
advertisement
আরও পড়ুন- বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক! ঐশ্বর্যর সঙ্গে কি পাকাপাকি ভাবে সংসার ভাঙছেন অমিতাভ পুত্র?
আরও পড়ুন- সম্পূর্ণ ‘নগ্ন’ অ্যানিমাল রণবীর! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভাইরাল ক্লিপ, দেখেছেন কি?
সোহম চক্রবর্তী সম্মান জানাবেন অনিল কাপুরকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্বাগত জানাবেন কমল হাসানকে, রাজ চক্রবর্তী সম্মান জানাবেন শত্রুঘ্ন সিনহা কে, অভিনেত্রী রুক্মিণী মৈত্র সম্মান জানাবেন সোনাক্ষী সিনহাকে। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল-এর উদ্বোধনী অনুষ্ঠানকে এভাবেই সাজিয়ে তোলা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
গতবছর শাহরুখ খান, অমিতাভ বচ্চনকে এক মঞ্চে দেখা গিয়েছিল ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানে। এবার অবশ্য শাহরুখ খান অমিতাভ বচ্চন উপস্থিত থাকতে পারছেন না ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানে তা আগেই জানানো হয়েছিল রাজ্যকে। তাই দেখার কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ থেকে সলমন খান কী বার্তা রাখেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত সাক্ষাৎও হতে পারে অভিনেতা সলমন খানের।