ইতিমধ্যেই এই ঘটনায় হেস্টিংস থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। গোটা ঘটনার পিছনে কী কারণ রয়েছে তা জানা যায়নি অবশ্য৷
আরও পড়ুন: নিরাপত্তা নিয়ে সংশয়! বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে আনছে ভারত
অন্যদিকে, সরশুনা থানা এলাকায় বন্ধ ঘর থেকে উদ্ধার যুবকের দেহ, স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের পরিবারের, ঘনাচ্ছে রহস্য! যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
advertisement
জানা যায়, মৃতের নাম সানি সিং। মঙ্গলবার সকালে সরশুনার রাম রোড এলাকায় নিজের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলেও পরে মৃতের বোনের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রী পুনিতা সিং (৩৩) এবং মেয়ে তানিশা সিংয়ের সঙ্গে সরশুনাতে একটি বাড়িতে ভাড়া থাকতেন সানি। দীর্ঘদিন ধরেই সানি ও তাঁর স্ত্রী পুনিতার মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। ঘটনার আগের রাতেও দু’জনের মধ্যে তীব্র বিবাদ হয়।
মঙ্গলবার রাতে সানির দিদি সঙ্গীতা সাউ, পুনিতা এবং তাঁর ভাই রাকেশ পাসোয়ানের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুনিতা সিং এবং রাকেশ পাসওয়ানের বিরুদ্ধে মামলা রুজু করেছে সরশুনা থানার পুলিশ।
