TRENDING:

Khidderpore Metro Station: খিদিরপুরে মেট্রো স্টেশন নির্মাণ করার অনুমতি দিল রাজ্য, জট কাটিয়ে কাজ হবে আলিপুর বডিগার্ড লাইন্সে

Last Updated:

এর ফলে জোকা-ধর্মতলা মেট্রো রুটে খিদিরপুর স্টেশন নিয়ে জট কাটার জোরাল সম্ভাবনা তৈরি হল। পার্পল লাইন মেট্রোর খিদিরপুর স্টেশন তৈরি নিয়ে হয়েছিল চরম অনিশ্চয়তা। আলিপুর বডিগার্ড লাইন্সের জমির একাংশ নিয়ে তৈরি হয়েছিল জট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: খিদিরপুর মেট্রো রেল স্টেশন নির্মাণের জন্য অনুমতি দিল রাজ্য সরকার। মেট্রো রেলকে শর্তসাপেক্ষে দেওয়া হল অনুমতি। এর ফলে জোকা-ধর্মতলা মেট্রো রুটে খিদিরপুর স্টেশন নিয়ে জট কাটার জোরাল সম্ভাবনা তৈরি হল। পার্পল লাইন মেট্রোর খিদিরপুর স্টেশন তৈরি নিয়ে হয়েছিল চরম অনিশ্চয়তা। আলিপুর বডিগার্ড লাইন্সের জমির একাংশ নিয়ে তৈরি হয়েছিল জট।
খিদিরপুরে মেট্রো স্টেশন নির্মাণ করার অনুমতি দিল রাজ্য (File/Representative Image)
খিদিরপুরে মেট্রো স্টেশন নির্মাণ করার অনুমতি দিল রাজ্য (File/Representative Image)
advertisement

রেলের সূত্র মারফত জানা গিয়েছে, খিদিরপুর স্টেশনের জন্য ৮৩৭ বর্গমিটার মতো জায়গা প্রয়োজন। তবে তা কলকাতার সশস্ত্র পুলিশের বডিগার্ড লাইনের আওতায় পড়ছে। আর এই এলাকা ব্যবহার করা হতো স্টেশনের ভেন্টিলেশন শ্যাফট, প্রবেশ-প্রস্থান পথ নির্মাণের জন্য। এমনকী, সংস্থাটি এও প্রস্তাব দিয়েছিল, যে সমস্ত বাড়ি জরাজীর্ণ অবস্থায় রয়েছ, সেগুলো তারা নতুন করে নির্মাণ করে দেবে।বর্তমানে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত চার কিলোমিটার দীর্ঘ এলিভেটেড মেট্রো চালু হয়েছে। আর এই রুটের পরবর্তী স্টেশন মোমিনপুর, যা শেষ এলিভেটেড স্টেশন। তবে খিদিরপুর হওয়ার কথা ছিল প্রথম ভূগর্ভস্থ মেট্রো স্টেশন।

advertisement

আরও পড়ুন– রথযাত্রা উপলক্ষ্যে কড়া নিরাপত্তা দিঘায়, দায়িত্বে একাধিক প্রশাসনিক আধিকারিকরা

কিন্তু জমি নিয়ে এই টালবাহানার জেরে মনে করা হচ্ছিল মোমিনপুরের পর হয়তো ট্রেন সরাসরি ভিক্টোরিয়া স্টেশনে গিয়ে থামবে। আর এর জেরে মোমিনপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত প্রায় ৩.২ কিলোমিটার দূরত্ব হয়ে যাবে, যা কিনা আদর্শ মেট্রো স্টেশনের ৭০০ মিটার থেকে ১ কিলোমিটার দূরত্বের তুলনায় অনেকটাই বেশি। এখন দেখার, ভবিষ্যতে কোন সিদ্ধান্তের পথে হাঁটে মেট্রো রেল কর্তৃপক্ষ। শহরের মেট্রো প্রকল্পে অবশ্য স্টেশন পরিকাঠামো নির্মাণের জায়গা না মেলায়, এমারজেন্সি এভাকুয়েশন পয়েন্ট তৈরি করা হয়েছে অতীতেও।

advertisement

আরও পড়ুন- যোগ দিচ্ছেন সরকারি পদে, রিঙ্কু সিং কোন গ্রেডের চাকরি পাচ্ছেন, কত বেতন পাবেন এবং কী কী সুযোগ-সুবিধা পাবেন?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হাওড়া স্টেশন থেকে মহাকরণ অবধি সুড়ঙ্গ পথে মেট্রো যাত্রার দূরত্ব দেড় কিমি’র বেশি। তাই ফুল বাজারের কাছে তৈরি করা হয়েছে এমারজেন্সি এভাকুয়েশন পয়েন্ট। একই প্রকল্পে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে সুবোধ মল্লিক স্কোয়ার এলাকায় স্টেশন পরিকাঠামো নির্মাণের অসুবিধা থাকায় বউবাজার দূর্গা পিতুরী লেনে একটা এমারজেন্সি এভাকুয়েশন পয়েন্ট বানানো হয়েছে। এক্ষেত্রেও ভাবা হয়েছিল খিদিরপুরে মেট্রো স্টেশন নির্মাণ করতে না পারা গেলে এমারজেন্সি এভাকুয়েশন পয়েন্ট তৈরি করতে হবে। সেটি কোথায় হবে তা নিয়েও চলছে জোর আলোচনা শুরু হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Khidderpore Metro Station: খিদিরপুরে মেট্রো স্টেশন নির্মাণ করার অনুমতি দিল রাজ্য, জট কাটিয়ে কাজ হবে আলিপুর বডিগার্ড লাইন্সে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল