আর তার পরিপ্রেক্ষিতেই আজ, মঙ্গলবার রাস্তায় নামলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। রাজ্যের একাধিক জায়গায় আজ শাসক দলের নেতা-নেত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করছেন। মিছিলের উদ্দেশ্য এক, কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতার প্রশ্নে সরব। দুই মূল্যবৃদ্ধির মতো বিষয়ে বারবার সরব হলেও কেন্দ্রীয় সরকার চুপ। কোনও ব্যবস্থা নিচ্ছে না। এরই প্রতিবাদে আজ রাস্তায় নেমেছে শাসক দল।
advertisement
আরও পড়ুন- Amazon-এ জালিয়াতি; বন্ধ হল ১৩ হাজার পাকিস্তানি বিক্রেতার অ্যাকাউন্ট!
কলকাতায় সকালবেলা মিছিল হয়, মাণিকতলা থেকে রাজাবাজার পর্যন্ত। কাউন্সিলর অয়ন চক্রবর্তী জানিয়েছেন, সাধারণ মানুষের ইস্যুগুলি থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে বিজেপি ৷ এ ছাড়া কেন্দ্রীয় এজেন্সি যা যা আচরণ করছে তা সঠিক নয়। এরই বিরুদ্ধে পথে নামল তৃণমূল।
ইডি, সিবিআইয়ের নিরপেক্ষতার প্রশ্ন তুলে ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূলের ছাত্র যুবরা। মঙ্গলবার থেকে ফের রাস্তায় শাসকদল। নেত্রীর নির্দেশে পাড়ায় পাড়ায় মিছিল, প্রতিবাদ সভার আয়োজন করা হবে। জনসভার মাধ্যমে রাজনৈতিক লড়াই চালানোর কৌশল নিয়েছে শাসকদল। ঢেলে সেজে উঠছে দলের জেলাভিত্তিক সংগঠন। ৮ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার একদিকে যেমন খেলা হবে দিবস পালিত হবে। তেমনই সন্ধ্যাবেলা থেকে বিভিন্ন এলাকায় মিটিং মিছিলের ডাক দেওয়া হয়েছে।
শনিবার, রবিবার করে এলাকায় সকালবেলা মিটিং মিছিলের কথা বলা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। সামনে পঞ্চায়েত ভোট। পুজোর পর থেকেই পুরোদমে রাজনৈতিক দলগুলি মাঠে নেমে পড়বে। শুরু হয়ে যাবে ভোটের প্রস্তুতি। তার আগে তৃণমূলের খেলা হবে দিবস থেকে এই মিটিং মিছিল বিরোধীদের পাল্টা কোণঠাসা করার জন্য কার্যত প্রাক প্রস্তুতি বলেই মনে করছে রাজনৈতিক মহল।