TRENDING:

কেরলে ভয়াবহ বন্যা, স্বজনের জন্য চিন্তিত কলকাতার ‘মিনি কেরল’

Last Updated:

এখন কোনও আনন্দ নয়। তাই অগাস্টে ওনাম উত্সব বাতিল করলেন তাঁরা। বাৎসরিক উৎসব স্থগিত রেখে সমস্ত টাকা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শতাব্দীর ভয়ঙ্করতম বন্যায় বিপদে স্বজনরা। কেউ জলবন্দি, কেউ নিরুদ্দেশ। প্রিয়জনদের কথা ভেবে বছরের অন্যতম বড় উৎসব মুলতুবি। ওনাম বন্ধ রেখে পরিজনদের জন্য চাঁদা তুলতে ব্যস্ত কলকাতায় থাকা কেরলের বাসিন্দারা। অর্থ তুলে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল।
advertisement

কেরলের বন্যায় গভীর উদ্বেগে কলকাতার 'মিনি কেরল'। গড়িয়ার ব্রহ্মপুরের নিভা পার্ককে অনেকেই কেরল পল্লি বলে ডাকেন। দীর্ঘদিন ধরে কর্মসূত্রে এশহরে থাকে কেরলের কয়েকশো পরিবার। বিপর্যয়ের খবর পাওয়ার পর থেকেই ব্রহ্মপুরের আইয়াপ্পা মন্দিরে কেরলের বাসিন্দারা। প্রিয়জনদের সুস্থতার কামনায় প্রার্থনা করেই তাঁদের দিন কাটছে।

আরও পড়ুন 

এই পোস্ট অফিস স্কিমে সঞ্চয়ে দ্বিগুণ লাভ, মাত্র ১০ টাকা দিয়েই শুরু করা যাবে বিনিয়োগ

advertisement

প্রিয়জনদের বিপদে। এখন কোনও আনন্দ নয়। তাই অগাস্টে ওনাম উত্সব বাতিল করলেন তাঁরা। বাৎসরিক উৎসব স্থগিত রেখে সমস্ত টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিচ্ছেন উন্নিরাজন, বালাসুব্রহ্মণিয়মরা। বিধ্বংসী বন্যায় কার্যত দিনযাপন বদলে দিয়েছে কেরলের বাসিন্দাদের। সময় পেলে অন্য কাজ ভুলে মালয়ালাম নিউজ চ্যানেলে চোখ রাখছেন বাসিন্দারা।

আরও পড়ুন 

এই উপায়ে মাত্র ১ টাকায় কিনুন ১ কিলো চাল, ডাল এবং আটা

advertisement

ভগবানের আপন দেশে প্রকৃতির ধ্বংসলীলা। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কেরল। এখনও পর্যন্ত ৩৬০ জনের মৃত্যু। গৃহহীন ১০ লক্ষেরও বেশি। জলবন্দি হাজার হাজার মানুষ। একাধিক জায়গায় বৃষ্টির জেরে ব্যহত ত্রাণ ও উদ্ধারকাজ। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা। প্রায় গোটা রাজ্য বন্যা ও ধসের কবলে ৷ উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ, বিএসএফ, কোস্ট গার্ড, সেনাবাহিনী, বায়ুসেনা ৷ বিপর্যস্ত এলাকায় চলছে এয়ার লিফটিং ও ট্রাক লিফটিং ৷

advertisement

আরও পড়ুন 

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানেন কী এই পরিষেবাগুলির জন্যও গ্রাহকদের থেকে চার্জ নেয় SBI

বাংলা খবর/ খবর/কলকাতা/
কেরলে ভয়াবহ বন্যা, স্বজনের জন্য চিন্তিত কলকাতার ‘মিনি কেরল’