TRENDING:

Kavi Subhash Airport Metro Update: চা চক্রে কাটল চিংড়িহাটার জট! কবি সুভাষ থেকে বিমানবন্দর মেট্রো রুটে দূর হল সব বাধা

Last Updated:

নিউ গড়িয়া থেকে বিমানবন্দরের এই মেট্রোরুট চালু হয়ে গেলে সেটি সেক্টর ফাইভের উইপ্রো মোড়ের কাছে ইস্ট ওয়েস্ট মেট্রোর সঙ্গেও যুক্ত হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কাটল চিংড়িহাটার মেট্রো জট৷ হাইকোর্টের নির্দেশ মতো এ দিন মেট্রো ভবনে আলোচনায় বসেছিল মেট্রো রেল কর্তৃপক্ষ, কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসনের প্রতিনিধিরা৷ সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে নভেম্বর মাসে ই এম বাইপাসের উপরে চিংড়িহাটা মোড়ে কবি সুভাষ থেকে বিমানবন্দরগামী মেট্রো প্রকল্পের বাকি নির্মাণ কাজ শেষ করা হবে৷ এর জন্য ছ দিন ই এম বাইপাসের উপরে যান চলাচল নিয়ন্ত্রণ করে মেট্রোকে নির্মাণকাজ শেষ করতে সাহায্য করবে কলকাতা পুলিশ, কেএমডিএ এবং রাজ্য প্রশাসন৷
চিংড়িহাটার মেট্রো জট কাটল৷
চিংড়িহাটার মেট্রো জট কাটল৷
advertisement

নিউ গড়িয়া  বা কবি সুভাষ থেকে বিমানবন্দরগামী এই মেট্রো রুটে ইতিমধ্যেই কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত পরিষেবা শুরু হয়েছে৷ অন্যদিকে বিমানবন্দরের দিক থেকে নিউ টাউন হয়ে বাকি অংশের কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে৷ কিন্তু চিংড়িহাটা মোড়ে পিলার তৈরি করা হয়ে গেলেও কংক্রিটের ভায়াডাক্ট বসাতে পারছিল না মেট্রো কর্তৃপক্ষ৷ কারণ ই এম বাইপাসের উপরে চিংড়িহাটার মতো ব্যস্ত সংযোগস্থলে যান চলাচল নিয়ন্ত্রণ করে সেই কাজ করার অনুমতিই মিলছিল না৷

advertisement

শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্টে৷ কলকাতা হাইকোর্ট চা চক্রে বসে সবপক্ষকে নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা মেটানোর পরামর্শ দিয়েছিল৷ সেই মতো এ দিন মেট্রো রেল ভবনে বৈঠকে বসে মেট্রো রেল কর্তৃপক্ষ, কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসনের কর্তারা৷

সেই বৈঠকে স্থির হয়, আগামী ১৪, ১৫, ১৬, ২১, ২২ এবং ২৩ নভেম্বর চিংড়িহাটা মোড়ে বাকি নির্মাণকাজ শেষ করবে মেট্রো কর্তৃপক্ষ৷ ওই কদিন যান নিয়ন্ত্রণ করে কাজ শেষ করতে সাহায্য করবে কলকাতা পুলিশ৷ কীভাবে যান নিয়ন্ত্রণ করে এই কাজ করা হবে, আগামী ১৩ সেপ্টেম্বর তার মহড়াও সেরে রাখা হবে৷ চিংড়িহাটা মোড়ের কাজ শেষ হয়ে গেলে এই মেট্রো প্রকল্পের নির্মাণ কাজ সংক্রান্ত সব বাধাই প্রায় দূর হয়ে যাবে৷ সেক্টর ফাইভের কাছে টেকনো পলিসের সামনেও কিছুটা নির্মাণ কাজ বাকি থাকলেও সেখানে কোনও জটিলতা নেই৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নিউ গড়িয়া থেকে বিমানবন্দরের এই মেট্রোরুট চালু হয়ে গেলে সেটি সেক্টর ফাইভের উইপ্রো মোড়ের কাছে ইস্ট ওয়েস্ট মেট্রোর সঙ্গেও যুক্ত হবে৷ ফলে দুই রুটের মেট্রো যাত্রীরাই উপকৃত হবেন৷ পাশাপাশি, ই এম বাইপাস এবং বিমানবন্দরের দিক থেকে তথ্যপ্রযুক্তি তালু সেক্টর ফাইভে যাতায়াতও অনেক সহজ হবে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kavi Subhash Airport Metro Update: চা চক্রে কাটল চিংড়িহাটার জট! কবি সুভাষ থেকে বিমানবন্দর মেট্রো রুটে দূর হল সব বাধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল