TRENDING:

Koustav Bagchi: 'পুলিশের মাইনে থেকে ক্ষতিপূরণ দিতে হবে,' কৌস্তভ কাণ্ডে সুর চড়ালেন সেলিম

Last Updated:

Koustav Bagchi: আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ আর কৌস্তভের গ্রেফতার ও জামিন প্রসঙ্গে ঠিক কড়া ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি গ্রেফতার এবং তার পরে জামিন পাওয়ার প্রসঙ্গ নিয়ে এদিন প্রতিক্রিয়া দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন তিনি বলেন, "এই সরকার পোড়া মুখো সরকার। কলকাতা পুলিশ এত অপদার্থ কোনও দিন ছিল না। পুলিশ মন্ত্রী এমনভাবে পুলিশকে ব্যবহার করছেন যা নজিরবিহীন। কৌস্তভ বাগচিকে কী সব ধারা দিয়ে গ্রেফতার করা হল। কদিন আগে আমরা দেখলাম নওশাদ সিদ্দিকির ক্ষেত্রেও একই ব্যবস্থা নিয়েছিল সরকার। নওশাদের ঘটনা থেকে এখনও যে শিক্ষা নেয়নি পুলিশ তা কৌস্তভ বাগচির গ্রেফতারের ঘটনা থেকে ফের সামনে এল। শাসকের নির্দেশে পুলিশ মিথ্যে মামলা দিয়েই যাচ্ছে।"
কৌস্তভ কাণ্ডে সুর চড়ালেন সেলিম
কৌস্তভ কাণ্ডে সুর চড়ালেন সেলিম
advertisement

তিনি আরও বলেন, "গত ১২ বছরে এই সরকারের আমলে আমরা ৮৫ হাজার মিথ্যে মামলা মোকাবিলা করছি। এখনও সেই মামলায় হাজার হাজার আমাদের কর্মীদের আদালতে হাজিরা দিতে হয়। যত বেশি তাঁরা জনবিচ্ছিন্ন হচ্ছে, তত বেশি করে গুন্ডা বদমাইশ এবং পুলিশকে দিয়ে এই ভূমিকা পালন করা হচ্ছে সরকারের তরফে। কৌস্তভ আমাদের দলের সদস্য নয়, উনি কংগ্রেসের। কিন্তু সাধারণ মানুষের হয়ে তিনি কথা বলার জন্য আজ তাঁকেও গ্রেফতার হতে হল। দিনের পর দিন গণতন্ত্রের কন্ঠ রোধ করে রাখা হচ্ছে।"

advertisement

তিনি আরও বলেন, "এই জিনিস দিনের পর দিন চলতে পারে না। শুধু জামিন পাওয়াই নয়, মামলা প্রত্যাহার করতে হবে। যে পুলিশ অফিসার এই মিথ্যে মামলা দিয়ে কৌস্তভকে গ্রেফতার করেছেন তাঁকে আইনের পথেই শাস্তি দিতে হবে। নওশাদের পাশাপাশি কৌস্তভকেও ক্ষতিপূরণ দিতে হবে। আইনেই রয়েছে, মিথ্যে মামলায় জড়ালে একটা দিনও হোক, বা যে কটা দিন কেড়ে নেওয়া হয়েছে, তার জীবন জীবিকার মূল্যবান সময় থেকে তার ক্ষতিপূরণের বিষয়টি। রাজনৈতিক উদ্দেশ্যে যেভাবে নওশাদ এবং কৌস্তভকে গ্রেফতার করা হল, তাতে অভিযুক্ত পুলিশ অফিসারের মাইনে থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। তাহলেই ভবিষ্যতে কোনও পুলিশ অফিসার মিথ্যে মামলা দেওয়ার সাহস পাবে না।"

advertisement

আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ আর কৌস্তভের গ্রেফতার ও জামিন প্রসঙ্গে ঠিক এই ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। এদিকে কংগ্রেস মুখপাত্র তথা অইনজীবী কৌস্তভ জামিন পেলেও তাঁকে নিয়ে অবস্থানে অনড় তৃণমূল কংগ্রেস৷

আরও পড়ুন,  পরীক্ষা নিয়ে মুশকিল আসান, উচ্চ মাধ্যমিকের সব কাজ অনলাইনে! বড় সিদ্ধান্ত সংসদের

advertisement

আরও পড়ুন,  পাশের দাবিতে আন্দোলন করেও লাভ হয়নি, আত্মহত্যা উচ্চ মাধ্যমিক ছাত্রীর!

রাজ্যের শাসক শিবিরের কথায়, "কৌস্তভ বাগচীর মন্তব্যে প্রত্যেকে মর্মাহত। ওনার মন্তব্য লজ্জাজনক। গোটা ঘটনায় আমরা ভীষণ ভাবে লজ্জিত৷ মহিলাদের ক্ষমতায়ণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি মহিলাদের জন্য এত কাজ করলেন, তাকে কি কথা শুনতে হল। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, তিনি যে ধরনের মন্তব্য করেছেন তা যথাযথ নয়। ভাল কথা বলার স্বাধীনতা আছে৷ তা বলে কুকথা বলার স্বাধীনতা নেই।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভেঙ্কটেশ্বর লাহিড়ি

বাংলা খবর/ খবর/কলকাতা/
Koustav Bagchi: 'পুলিশের মাইনে থেকে ক্ষতিপূরণ দিতে হবে,' কৌস্তভ কাণ্ডে সুর চড়ালেন সেলিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল