কংগ্রেস শিবির ছেড়ে তাহলে কি কৌস্তভ বিজেপিতে যোগদান করবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে। শেষমেষ পদ্ম ফুল শিবিরেই যোগদান করতে চলেছেন কৌস্তভ বলে বিশেষ সূত্রের খবর। আজ সন্ধেয় রাজ্য বিজেপির সল্টলেক কার্যালয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে কৌস্তভ বিজেপিতে যোগদান করবেন বলে খবর।
advertisement
আরও পড়ুন: ৩০ ফেব্রুয়ারি! হ্যাঁ, এই দিনটিও এসেছে পৃথিবীতে! কবে জানেন তো? শুনলে যেন আকাশ থেকে পড়বেন
কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার পর কৌস্তভ বাগচী বিজেপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করে পদ্ম শিবিরের কাছে আবেদন করে। কৌস্তভের সেই আবেদন রাজ্য বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠায়।
আরও পড়ুন: ‘এখানে বাড়ি নিচ্ছেন না কেন?’ পার্থ মামলায় হঠাৎ মন্তব্য বিচারপতির! কী এমন ঘটল?
এরপরই কৌস্তভকে বিজেপিতে যোগদান করার বিষয়ে সবুজ সংকেত দেয় দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব, এমনটাই বিজেপি সূত্রে জানা গেছে।