পুলিশ প্রশ্নের প্রথম উত্তরেই জানতে পারে দেবাঞ্জন দেব আদতে IAS নন। সেটি আরও সঠিক ভাবে পর্যবেক্ষণ করতে স্বাস্থ্য দফতর ও নবান্নতে খবর নেওয়া হয়। বিভিন্ন মহল থেকে দেবাঞ্জন দেবের কোন খোঁজ না মেলায় পুলিশ জানতে পারে আদতে ভুয়ো IAS । সোনারপুর ও দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন এলাকার মানুষদের ভ্যাকসিন দিয়েছেন কসবার অফিসে। কোন ব্যাক্তির নাম রেজিষ্ট্রেশন হয় নি ও ভ্যাকসিন নিয়েও মেলেনি সাটিফিকেট। পুলিশ সূত্রে খবর IAS পরীক্ষা দিয়েও পাস করতে পারেনি দেবাঞ্জন। এদিকে তার বাবা জানতেন দেবাঞ্জন এখনও পড়াশোনা করে যাচ্ছে।
advertisement
ভ্যাকসিন কি সঠিক? এই প্রশ্ন করার সঙ্গে, তার থেকে জানতে চাওয়া হয় কোথা থেকে মিলল? দেবাঞ্জন পুলিশকে বলে ভ্যাকসিন মিলেছে ব্যাক্তিগত ভাবে ও বাগরি মার্কেট থেকে। পুলিশ বাগরি মার্কেটে ভ্যাকসিন মিলছে শুনে কার্যত হতবাক। পুলিশ সূত্রে খবর MSC পড়াশোনা করার পরে ২০১৭ সাল থেকে ভুয়ো IAS পরিচয় দিতেন। গাড়িও ভাড়ায় নিতেন, বাতি লাগানো গাড়ি ও সরকার স্টিকার লাগানো গাড়ি বারবার বদল করতেন। বুধবার আলিপুর আদালতে পেশ করা হলে ২৯ তারিখ পর্যন্ত দেবাঞ্জন দেবকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
Susovan Bhattacharjee