কসবার তিন অভিযুক্তের ফোন কল ডিটেলস এবার তদন্তকারীদের নজরে। সার্ভিস প্রোভাইডারের কাছে তিন অভিযুক্তের ফোন কল ডিটেলস চেয়ে পাঠাল কলকাতা পুলিশ। গ্রেফতারের সময় তাদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল।
আরও পড়ুনঃ বাতের ব্যাথার খেল খেতম, কোলেস্টেরলকে বলুন বাই-বাই! ৭দিন খান কাঁচা হলুদের সঙ্গে এক চামচ এই জিনিস!
advertisement
কসবা গণধর্ষণ কাণ্ডে তদন্তে আরও একধাপ এগোল পুলিশ। অভিযুক্ত মনোজিৎ মিশ্রের মেডিকো-লিগ্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে সূত্রের খবর। শুধু মনোজিৎ নয়, তার দুই সহযোগী প্রমিত ও জইবের-এরও মেডিকো-লিগ্যাল পরীক্ষা করা হয়েছে।
দক্ষিণ কলকাতার ল’ কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে ফের তোলপাড় রাজ্য। ঘটনায় গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত-সহ তিনজন। তাদের গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন ওই কলেজেরই পড়ুয়া। মূল অভিযুক্ত কলেজের প্রাক্তনী এবং অস্থায়ী কর্মী। তদন্তে জানা যাচ্ছে, সন্ধে সাড়ে ৭ টা থেকে রাত ১১টা বাজতে ১০ মিনিট, একটানা চলে অত্যাচার৷