আরও পড়ুনঃ ৩ পানীয়! মদের থেকেও ‘বিষাক্ত’, সাবধান! নিঃশব্দে একটু একটু করে ক্যানসারের দিকে ঠেলছে লিভারকে
কলেজ ক্যাম্পাসের পাশাপাশি বাড়িতে গিয়েও ভয় ও হুমকি দেওয়ার অভিযোগ মনোজিতের বিরুদ্ধেই। গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ ২০১৮ সালের ১৮ই মার্চ। সেই অভিযোগ পত্রের কপি এবার প্রকাশ্যে। অভিযোগ জানানোর পর ও গোপন জবানবন্দিও দিয়েছিলেন ছাত্রীরা।
advertisement
রাজনৈতিক দাদাদের আশ্রয় সেই সময় গ্রেফতার হননি মনোজিৎ। যৌন হেনস্থার অভিযোগের পর তৎকালীন টিএমসিপির রাজ্য সভাপতি জয়া দত্ত তাঁকে কলেজ ক্যাম্পাসে ঢুকতে বারণ করেন। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দী দেওয়ার পরও সেই মামলা নিয়ে আর এগোতে পারিনি ওই দুই ছাত্রী। কলেজেরই প্রথম বর্ষের দুই ছাত্রীকে যৌন হেনস্থা ও বাড়িতে গিয়েও ভয় ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এই মনোজিৎ মিশ্র এর বিরুদ্ধে।
তৎকালীন টিএসসিপি-এর রাজ্য সভাপতি জয়া দত্ত জানান, ‘আমার কাছে নির্দিষ্ট কিছু অভিযোগ এসেছিল। তার জন্য আমি ওকে কলেজে ঢুকতে বারণ করেছিলাম। ওকে বলে দিয়েছিলাম তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে ওর কোন সম্পর্ক নেই।”