TRENDING:

Kasba Law College: ২০১৮ সালে মনোজিৎ-এর এক কীর্তির পরই বারণ করা হয়েছিল কলেজে ঢুকতে! কী এমন ঘটেছিল? কেন তবু কলেজ যাওয়া? বেরিয়ে এল সব!

Last Updated:

Kasba Law College: বেপরোয়া মনোজিতের আরও কীর্তি। ২০১৮ সালের মার্চ মাসে মনোজিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়। সাউথ ক্যালকাটা ল কলেজের দুই ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ আনে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ বেপরোয়া মনোজিতের আরও কীর্তি। ২০১৮ সালের মার্চ মাসে মনোজিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়। সাউথ ক্যালকাটা ল কলেজের দুই ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ আনে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে।
২০১৮ সালে মনোজিৎ-এর এক কীর্তির পরই বারণ করা হয়েছিল কলেজে ঢুকতে!
২০১৮ সালে মনোজিৎ-এর এক কীর্তির পরই বারণ করা হয়েছিল কলেজে ঢুকতে!
advertisement

আরও পড়ুনঃ ৩ পানীয়! মদের থেকেও ‘বিষাক্ত’, সাবধান! নিঃশব্দে একটু একটু করে ক‍্যানসারের দিকে ঠেলছে লিভারকে

কলেজ ক্যাম্পাসের পাশাপাশি বাড়িতে গিয়েও ভয় ও হুমকি দেওয়ার অভিযোগ মনোজিতের বিরুদ্ধেই। গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ ২০১৮ সালের ১৮ই মার্চ। সেই অভিযোগ পত্রের কপি এবার প্রকাশ্যে। অভিযোগ জানানোর পর ও গোপন জবানবন্দিও দিয়েছিলেন ছাত্রীরা।

advertisement

রাজনৈতিক দাদাদের আশ্রয় সেই সময় গ্রেফতার হননি মনোজিৎ। যৌন হেনস্থার অভিযোগের পর তৎকালীন টিএমসিপির রাজ্য সভাপতি জয়া দত্ত তাঁকে কলেজ ক্যাম্পাসে ঢুকতে বারণ করেন। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দী দেওয়ার পরও সেই মামলা নিয়ে আর এগোতে পারিনি ওই দুই ছাত্রী। কলেজেরই প্রথম বর্ষের দুই ছাত্রীকে যৌন হেনস্থা ও বাড়িতে গিয়েও ভয় ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এই মনোজিৎ মিশ্র এর বিরুদ্ধে।

advertisement

তৎকালীন টিএসসিপি-এর রাজ্য সভাপতি জয়া দত্ত জানান, ‘আমার কাছে নির্দিষ্ট কিছু অভিযোগ এসেছিল। তার জন্য আমি ওকে কলেজে ঢুকতে বারণ করেছিলাম। ওকে বলে দিয়েছিলাম তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে ওর কোন সম্পর্ক নেই।”

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kasba Law College: ২০১৮ সালে মনোজিৎ-এর এক কীর্তির পরই বারণ করা হয়েছিল কলেজে ঢুকতে! কী এমন ঘটেছিল? কেন তবু কলেজ যাওয়া? বেরিয়ে এল সব!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল