আজ, শুক্রবার সকালেই কসবা কাণ্ডে অভিযুক্তদের কলেজে নিয়ে যাওয়া হয় কলেজে৷ গণধর্ষণের ঘটনার পুনর্নির্মাণের জন্য আনা হয় তিন অভিযুক্তকে। ইউনিয়ন রুম থেকে গার্ড রুম, প্রতিটি জায়গায় নিয়ে যাওয়া হয় তাঁদের। দীর্ঘক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে গোটা বিষয়ের পুনর্নির্মাণ চলে৷
তিন অভিযুক্তের পাশাপাশি কলেজের ধৃত নিরাপত্তা রক্ষীকেও নিয়ে পুনঃনির্মাণের জন্য এদিন নিয়ে যাওয়া হয় কলেজে৷ ওই রাতে কোন জায়গায় কী ঘটেছিল, নির্যাতিতার সঙ্গে তারা কী কী করেছিল, যাবতীয় তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারীরা। নতুন কোনও তথ্য সামনে আসে কি না, তার দিকেও রয়েছে নজর।
advertisement
কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দলের পাশাপাশি, বর্তমানে গোয়েন্দা বিভাগও তদন্ত করছে কসবা কলেজের ঘটনার৷ এদিন কলেজ ক্যাম্পাসে গোয়েন্দা বিভাগের একাধিক কর্তাকেও উপস্থিত থাকতে দেখা যায়৷
সূত্রের খবর অনুযায়ী, অভিযোগ পত্র ও পুলিশের কাছে দেওয়া বয়ানে নিরাপত্তারক্ষীর ঘরের বিবরণ, বিছানার বিবরণ দিয়েছিলেন নির্যাতিতা। ঘটনার অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিছানার কী অবস্থায় পড়ে আছে দেখেছিল। সেই বিবরণের সঙ্গে মিলেছে নিরাপত্তা রক্ষীর বয়ানও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তারক্ষী পুলিশ জেরায় জানিয়েছেন, ঘটনার পর সকলে বেরিয়ে গেলে একবার মাত্র ওই ঘরে ঢুকেছিলেন, দেখেছিলেন অগোছালো বিছানা, ধস্তাধস্তি যে হয়েছে তা বোঝা যাচ্ছে। সারা রাত আর ঘরে ঢোকেননি তিনি, এমনটাও দাবি করেছেন পুলিশি জেরায়।