TRENDING:

Kasba Hotel Murder Update: ডেটিং অ্যাপে আলাপ, ধস্তাধস্তিতে মৃত্যু! কসবার হোটেলে কী ঘটেছিল? গ্রেফতার পলাতক তরুণী সহ ২

Last Updated:

গতকাল কসবার একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় আদর্শ লোসালালকা নামে এক যুবকের দেহ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কসবার হোটেলে যুবক খুনের ঘটনায় গ্রেফতার দুই মূল অভিযুক্ত৷ ধৃত দু জনের নাম ধ্রুব মিত্র নামে এক যুবক এবং কামাল সাহা নামে এক তরুণী৷ দু জনকেই গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ৷
কসবার হোটেল থেকে উদ্ধার হয় যুবকের দেহ৷
কসবার হোটেল থেকে উদ্ধার হয় যুবকের দেহ৷
advertisement

গতকাল কসবার একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় আদর্শ লোসালালকা নামে এক যুবকের দেহ৷ পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শকে নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়৷ তাঁর দুটি পা তোয়ালে দিয়ে বাঁধা ছিল৷

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ওই হোটেলে ওঠেন আদর্শ৷ তাঁর সঙ্গে ছিলেন আরও এক যুবক এবং তরুণী৷ একটি অ্যাপের মাধ্যমে হোটেলের দুটি ঘর বুক করা হয়েছিল৷ যদিও শুক্রবারই রাত আড়াইটে নাগাদ ওই হোটেল ছেড়ে বেরিয়ে যান আদর্শের সঙ্গী ওই পুরুষ এবং মহিলা৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাত আড়াইটা নাগাদ দুজন হোটেল থেকে বেরিয়ে হেঁটে চলে যাচ্ছেন কসবা মেইন রোডের দিকে৷

advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃত ধ্রুব মিত্র একটি অনলাইন ডেলিভারি সংস্থায় কাজ করেন৷ ধৃত তরুণী কামাল সাহা পেশায় কনটেন্ট রাইটার৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, একটি ডেটিং অ্যাপের মাধ্যমে শুক্রবারই ধ্রুব এবং কামালের সঙ্গে পরিচয় হয় আদর্শ লোসালালকার৷ এর পর সেদিন রাতেই কসবার হোটেলে পৌঁছন তাঁরা৷

হোটেলে পৌঁছনোর পর সম্ভবত কোনও বিষয় নিয়ে আদর্শের সঙ্গে ধ্রুব মিত্র ও কামাল সাহার বচসা হয়৷ যা ধস্তাধস্তি গড়ায়৷ তখনই মাথায় আঘাত লেগে মেঝেতে পড়ে যান আদর্শ৷ এর পর তাঁর পা বেঁধে হোটেল ছেড়ে বেরিয়ে যান ধ্রুব এবং কামাল৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা দাবি করেছে, আদর্শ লোসালালকা নামে ওই যুবক যাতে উঠে তাঁদের উপরে প্রত্যাঘাত করতে না পারেন, সেই কারণেই তাঁর পা বেঁধে দেওয়া হয়৷ যদিও কী কারণে দু পক্ষের মধ্যে বচসা শুরু হল, কেন তা হাতাহাতিতে গড়াল, ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ৷

advertisement

পুলিশ জানিয়েছে, বছর কুড়ির ধৃত ধ্রুব মিত্র নদিয়ার কুপার্স ক্যাম্পের বাসিন্দা৷ কামাল সাহা নামে ওই কুড়ি বছরের তরুণী উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরের মোহনপুরের বাসিন্দা৷ দু জনেই একসঙ্গে দমদমের সিঁথি এলাকায় থাকতেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভিক্ষুকের ভাঙা বাড়ি থেকে যা উদ্ধার হল কলসি, ভিতরে কী আছে উঁকি দিতেই ঘুম উড়ল সকলের
আরও দেখুন

বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা আদর্শ প্রায় পাঁচ বছর কলকাতায় একাই থাকতেন৷ বাঙুর এলাকায় থাকতেন তিনি৷ মৃত্যুর আগে ওই যুবকের নাক থেকে রক্তক্ষরণও হয়৷ তাঁর মাথাতেও আঘাতের চিহ্নও ছিল৷ ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kasba Hotel Murder Update: ডেটিং অ্যাপে আলাপ, ধস্তাধস্তিতে মৃত্যু! কসবার হোটেলে কী ঘটেছিল? গ্রেফতার পলাতক তরুণী সহ ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল