TRENDING:

Kasba Hotel Murder Update: ডেটিং অ্যাপে আলাপ, ধস্তাধস্তিতে মৃত্যু! কসবার হোটেলে কী ঘটেছিল? গ্রেফতার পলাতক তরুণী সহ ২

Last Updated:

গতকাল কসবার একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় আদর্শ লোসালালকা নামে এক যুবকের দেহ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কসবার হোটেলে যুবক খুনের ঘটনায় গ্রেফতার দুই মূল অভিযুক্ত৷ ধৃত দু জনের নাম ধ্রুব মিত্র নামে এক যুবক এবং কামাল সাহা নামে এক তরুণী৷ দু জনকেই গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ৷
কসবার হোটেল থেকে উদ্ধার হয় যুবকের দেহ৷
কসবার হোটেল থেকে উদ্ধার হয় যুবকের দেহ৷
advertisement

গতকাল কসবার একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় আদর্শ লোসালালকা নামে এক যুবকের দেহ৷ পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শকে নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়৷ তাঁর দুটি পা তোয়ালে দিয়ে বাঁধা ছিল৷

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ওই হোটেলে ওঠেন আদর্শ৷ তাঁর সঙ্গে ছিলেন আরও এক যুবক এবং তরুণী৷ একটি অ্যাপের মাধ্যমে হোটেলের দুটি ঘর বুক করা হয়েছিল৷ যদিও শুক্রবারই রাত আড়াইটে নাগাদ ওই হোটেল ছেড়ে বেরিয়ে যান আদর্শের সঙ্গী ওই পুরুষ এবং মহিলা৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাত আড়াইটা নাগাদ দুজন হোটেল থেকে বেরিয়ে হেঁটে চলে যাচ্ছেন কসবা মেইন রোডের দিকে৷

advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃত ধ্রুব মিত্র একটি অনলাইন ডেলিভারি সংস্থায় কাজ করেন৷ ধৃত তরুণী কামাল সাহা পেশায় কনটেন্ট রাইটার৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, একটি ডেটিং অ্যাপের মাধ্যমে শুক্রবারই ধ্রুব এবং কামালের সঙ্গে পরিচয় হয় আদর্শ লোসালালকার৷ এর পর সেদিন রাতেই কসবার হোটেলে পৌঁছন তাঁরা৷

হোটেলে পৌঁছনোর পর সম্ভবত কোনও বিষয় নিয়ে আদর্শের সঙ্গে ধ্রুব মিত্র ও কামাল সাহার বচসা হয়৷ যা ধস্তাধস্তি গড়ায়৷ তখনই মাথায় আঘাত লেগে মেঝেতে পড়ে যান আদর্শ৷ এর পর তাঁর পা বেঁধে হোটেল ছেড়ে বেরিয়ে যান ধ্রুব এবং কামাল৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা দাবি করেছে, আদর্শ লোসালালকা নামে ওই যুবক যাতে উঠে তাঁদের উপরে প্রত্যাঘাত করতে না পারেন, সেই কারণেই তাঁর পা বেঁধে দেওয়া হয়৷ যদিও কী কারণে দু পক্ষের মধ্যে বচসা শুরু হল, কেন তা হাতাহাতিতে গড়াল, ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ৷

advertisement

পুলিশ জানিয়েছে, বছর কুড়ির ধৃত ধ্রুব মিত্র নদিয়ার কুপার্স ক্যাম্পের বাসিন্দা৷ কামাল সাহা নামে ওই কুড়ি বছরের তরুণী উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরের মোহনপুরের বাসিন্দা৷ দু জনেই একসঙ্গে দমদমের সিঁথি এলাকায় থাকতেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা আদর্শ প্রায় পাঁচ বছর কলকাতায় একাই থাকতেন৷ বাঙুর এলাকায় থাকতেন তিনি৷ মৃত্যুর আগে ওই যুবকের নাক থেকে রক্তক্ষরণও হয়৷ তাঁর মাথাতেও আঘাতের চিহ্নও ছিল৷ ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kasba Hotel Murder Update: ডেটিং অ্যাপে আলাপ, ধস্তাধস্তিতে মৃত্যু! কসবার হোটেলে কী ঘটেছিল? গ্রেফতার পলাতক তরুণী সহ ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল